স্পোর্টস ডেস্ক : লিওনেল মেসিকে নিয়ে আজকের ম্যাচেও শঙ্কা ছিল। তবে শেষ পর্যন্ত তিনি মাঠে নামলেন এবং ইন্টার মায়ামিও জয়ের দেখা পেল। মেজর লিগ সকারে (এমএসএল) ডিসি ইউনাইটেডের বিপক্ষে ইন্টার মায়ামি ১–০ গোলে জিতেছে। যোগ করা সময়ে মায়ামিকে জয়সূচক গোলটি এনে দেন লিওনার্দো কাম্পানা।

আজ রবিবার মায়ামির চেজ স্টেডিয়ামে বাজে আবহাওয়ার কারণে খেলা শুরু হতে কিছুটা দেরি হয়। মেসি–লুইস সুয়ারেজদের পাসিং ফুটবলের বিপরীতে ডিসি ইউনাইটেড চেষ্টা করে প্রতি–আক্রমণনির্ভর ফুটবল খেলে সুযোগ তৈরির। কিন্তু মুষলধারে বৃষ্টির কারণে খেলোয়াড়দের ভারসাম্য ধরে রাখাই কঠিন হয়ে দাঁড়িয়েছিল।

এর আগে মেসিকে ছাড়া আগের ম্যাচে ফ্লোরিডা ডার্বিতে অরল্যান্ডো সিটির বিপক্ষে জিততে পারেনি ইন্টার মায়ামি। তবে এদিন মেসি পুরো ৯০ মিনিট খেলেছেন। কিন্তু ম্যাচের বেশির ভাগ সময় ইন্টার মায়ামি দাপট দেখালেও একপর্যায়ে মনে হচ্ছিল ম্যাচটা হয়তো গোলশূন্য ড্রয়েই শেষ হবে। তবে যোগ করা সময়ের চতুর্থ মিনিটে চমক দেখান কাম্পানা।

সের্হিও বুসকেতসের প্রায় মাঝমাঠ থেকে দারুণভাবে বাড়ানো বলকে নিয়ন্ত্রণ নিয়ে দুর্দান্ত ভলিতে বল জালে জড়ান ইকুয়েডরিয়ান এ ফরোয়ার্ড।

এই জয়ে ১৫ ম্যাচ শেষে ইস্টার্ন কনফারেন্সের শীর্ষেই থাকল মায়ামি। ১৫ ম্যাচে ৯ জয় ৪ ড্র ও ২ হারে মায়ামির পয়েন্ট এখন ৩১।