Home খেলাধুলা মেসি-নেইমারকে নিয়েই পিএসজির দল ঘোষণা

মেসি-নেইমারকে নিয়েই পিএসজির দল ঘোষণা

অনলাইন ডেস্ক : রেঁসের বিপক্ষে লিগ ওয়ানের ম্যাচের জন্য ২২ সদস্যের দল ঘোষণা করেছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। দলে প্রথমবারের মতো জায়গা পেয়েছেন লিওনেল মেসি ও ডোনারুমা। এ ছাড়াও নতুন মৌসুমে দলে জায়গা হয়েছে নেইমারেরও।

আজ রোববার বাংলাদেশ সময় রাত সাড়ে ১২টায় রেঁসে মাঠে খেলতে নামবে পিএসজি। লিগের প্রথম তিন ম্যাচে জয় পাওয়ায় ৯ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে পিএসজি।

এই ম্যাচ দিয়ে প্রথমবার পিএসজির জার্সিতে অভিষেক হতে যাচ্ছে মেসির। বার্সেলোনা থেকে প্যারিসের ক্লাবটি যোগদানের পর প্রথম দলে সুযোগ পেয়েছেন তিনি। তার সঙ্গে দেখা যেতে পারে নেইমার ও এমবাপেও। বিশ্বসেরা এই আক্রমণ ত্রয়ীকে নিয়েই মাঠে নামতে পারে পিএসজি।

পিএসজির একাদশ : কেইলর নাভাস, আশরাফ হাকিমি, কিম্পেম্বে, মারকুইনহোস, ভেরাত্তি, এমবাপে, পেরেদেস, নেইমার, ডি মারিয়া, দানিলো, গিনি উইনাল্ডম, হেরেরা, দিয়াল্লো, ড্র্যাক্সলার,বিতুমাজালা, কেহরের, দিনা ইবিমম্পে, লিওনেল মেসি, ডোনারুমা, ফ্রান্সি।

Exit mobile version