Home খেলাধুলা মেসি এখন চ্যাম্পিয়ন্স লিগে সবচেয়ে বেশি পেনাল্টি মিস করা ফুটবলার

মেসি এখন চ্যাম্পিয়ন্স লিগে সবচেয়ে বেশি পেনাল্টি মিস করা ফুটবলার

স্পোর্টস ডেস্ক : গোলের পর গোল করেছেন। কত কত গোলরক্ষকে বোকাও বানিয়েছেন। গড়েছেন অসংখ্য রেকর্ড, জিতেছেন শিরোপা। তবে এখন থেকে একটা রেকর্ড নিশ্চয়ই পোড়াবে লিওনেল মেসিকে। ক্লাব ফুটবলের সবচেয়ে বড় টুর্নামেন্ট চ্যাম্পিয়ন্স লিগে সবচেয়ে বেশি পেনাল্টি মিস করা ফুটবলারটি তো তিনিই।

মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ম্যাচে পিএসজি মাঠে নেমেছিল রিয়াল মাদ্রিদের বিপক্ষে। ম্যাচটিতে দলকে পেনাল্টি থেকে এগিয়ে দেওয়ার সুযোগ ছিল মেসির সামনে। ৬০ মিনিটে এমবাপের কল্যাণে পেনাল্টি পায় পিএসজি।

তবে মেসির নেওয়া পেনাল্টি ঝাঁপিয়ে পড়ে ঠেকিয়ে দেন কোর্তোয়া। তাতেই নেতিবাচক এক রেকর্ডে নাম উঠে সর্বকালের অন্যতম সেরা এই ফুটবলারের। চ্যাম্পিয়ন্স লিগে সবচেয়ে বেশি ৫টি পেনাল্টি মিস করেছেন তিনি। এই টুর্নামেন্টে ২৩টি পেনাল্টি নিয়েছেন আর্জেন্টাইন জাদুকর।

আর্সেনালের তারকা থিয়েরো অঁরির সঙ্গে যুগ্মভাবে ক্লাব ফুটবলের সবচেয়ে বড় এই আসরে পেনাল্টি মিসের তালিকায় শীর্ষে আছেন মেসি। তাদের দুজনের পরেই আছেন আরেক আর্জেন্টাইন তারকা সার্জিও আগুয়েরো। তিনি চারবার ব্যর্থ হয়েছেন পেনাল্টি থেকে গোল করতে।

ম্যাচশেষে মেসির পেনাল্টি শট ঠেকানো নিয়ে রিয়াল মাদ্রিদ গোলরক্ষ কর্তোয়া বলেছেন, ‘এই ধরনের ম্যাচে গোলরক্ষক হিসেবে আপনাকে জানতে হবে কিছু করা লাগতে পারে। আমি মেসির পেনাল্টি নিয়ে অনেক গবেষণা করেছি আর চেষ্টা করেছি তার সঙ্গে খেলতে যখন আমি লাইনে ছিলাম। কিছুটা ভাগ্যেরও দরকার আছে অবশ্য।’

Exit mobile version