স্পোর্টস ডেস্ক : এবারের ব্যালন ডি’অরের লড়াইটা যে বেশ হাড্ডাহাড্ডির হতে যাচ্ছে, তা মৌসুম শেষেই বুঝা গিয়েছিল। কারণ, কোনো খেলোয়াড়ই এককভাবে তেমন সেরা পারফরম্যান্স করতে পারেননি। তবুও মনোনয়ন পাওয়া ৩০ জনের মধ্যে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে লিওনেল মেসি, রবার্ট লেভানডফস্কি, মোহাম্মদ সালাহ, ক্রিস্টিয়ানো রোনালদো, এনগোলো কান্তে, জর্জিনিও ও করিম বেনজেমার নাম।

আগামী ২৯ নভেম্বর প্যারিসে ব্যালন ডি’অর জয়ীর নাম ঘোষণা করবে ফ্রান্স ফুটবল সাময়িকী। তার আগে সাবেক ও বর্তমান ফুটবলারদের মাঝে সেরা খেলোয়াড় নিয়ে বিতর্ক শুরু হয়েছে। কেউ বলছেন, রেকর্ড সাতবারের মতো মেসির হাতেই পুরস্কারটি উঠতে যাচ্ছে। আবার কেউ বলছে, চেলসির হয়ে সব শিরোপা জেতা কান্তে কিংবা জর্জিনিওর হাতে ব্যালন ডি’অর উঠুক।

সম্প্রতি বায়ার্ন মিউনিখ তারকা রবার্ট লেভানডফস্কি বলেছেন, তিনি নিজের হাতেই এবার ব্যালন ডি’অর দেখছেন। অন্যদিকে, মেসি জানিয়েছেন, তার ভোট পিএসজি সতীর্থ নেইমার ও এমবাপ্পের কাছেই যাবে। এছাড়া রিয়াল মাদ্রিদ তারকা করিম বেনজেমাকেও তিনি ভোট দেবেন।

এবার বিতর্কে যোগ দিলেন ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক লেফটব্যাক প্যাট্রিস এভরাও। তিনি বলেছেন, মেসির হাতে ব্যালন ডি’অর দেখতে চান না আর। কারণ, এটা দেখতে দেখতে ক্লান্ত হয়ে গেছেন রোনালদোর সাবেক এই সতীর্থ!

তাহলে কার হাতে পুরস্কারটি দেখতে চান? জবাবে প্যাট্রিস এভরাও বলেন, ক্লাবের হয়ে চ্যাম্পিয়নস লিগ ও জাতীয় দলের হয়ে ইউরো জেতা ইতালিয়ান মিডফিল্ডার জর্জিনিও এবার ব্যালন ডি’অর পাওয়ার যোগ্য দাবিদার। অথবা চেলসি মিডফিল্ডার এনগোলো কান্তের হাতে পুরস্কারটি যাওয়া উচিত।

তার প্রশ্ন- মেসি কোপা আমেরিকা ছাড়া আর কী জিতেছে? বার্সেলোনার হয়ে তার অর্জন কী? কিছুই নেই!