স্পোর্টস ডেস্ক : ফুটবলের সঙ্গে অন্য খেলার যে তুলনা চলে না, তার আবার প্রমাণ মিলল। বিশ্বকাপ নয়, তবু কোপা আমেরিকা ও ইউরোজুড়ে যে উন্মাদনা তৈরি হয়েছে তা বিশ্বকাপের চেয়েও কোনো অংশে কম নয়। কারণ, ১১ জুলাই কোপা আমেরিকার ফাইনালে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও ব্রাজিল।
কোপা আমেরিকার স্বাগতিক দেশ ব্রাজিল। শতিমত্তা ও সাম্প্রতিক ফর্ম বিবেচনায় বেশ এগিয়ে। ফলে ফাইনালে ফেভারিট হিসেবে গণ্য করা হচ্ছে সেলেসাওদেরই। কিন্তু আর্জেন্টিনার জন্য এর চেয়েও বড় চিন্তার কারণ হতে পারে রেফারির পক্ষপাতিত্ব। লুই চিলাভার্ট অন্তত এমনটাই মনে করেন।
আর্জেন্টিনার একটি রেডিওতে দেওয়া সাক্ষাৎকারে প্যারাগুয়ের সাবেক এই তারকা গোলরক্ষক বলেছেন, ‘ফাইনালে শুধু ব্রাজিলকে হারালেই হবে না, মেসিদের হারাতে হবে নেইমার, ভিএআর আর রেফারিকেও। কোনো সিদ্ধান্ত নিয়ে সন্দেহ হলেই রেফারি সুবিধা দেবে স্বাগতিকদের।’
স্বাগতিক ব্রাজিলকে বাড়তি সুবিধা দেওয়া নিয়ে এর আগের আসরে দক্ষিণ আমেরিকার ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা কনমেবলের বিরুদ্ধে বিষোদগার করেছেন খোদ আর্জেন্টিনার অধিনায়ক মেসি। এজন্য তাকে নিষিদ্ধও হতে হয়েছে। সেবার সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল ব্রাজিল-আর্জেন্টিনা।