Home খেলাধুলা মেসিকে ‘অপমান’ করে রোনাল্ডোর বোনের পোস্ট

মেসিকে ‘অপমান’ করে রোনাল্ডোর বোনের পোস্ট

স্পোর্টস ডেস্ক : গত মঙ্গলবার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে পর্তুগিজ যুবরাজ রোনাল্ডোর কাছে ধরাশায়ী হন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি।

এদিন উয়েফা চ্যাম্পিয়নস লিগের ব্লকবাস্টার ম্যাচে বার্সেলোনার মুখোমুখি হয়েছিল জুভেন্টাস।

যেখানে রোনাল্ডোর জোড়া গোলে বার্সেলোনাকে ৩-০ গোলে হারায় জুভেন্টাস।

আর ভাইয়ের এমন পারফরম্যান্স উদযাপন করতে গিয়ে সোশ্যাল মিডিয়ায় এক বিতর্কিত ছবি পোস্ট করেছেন রোনাল্ডোর বোন এলমা দোস সান্তোস আভেইরো।

যেখানে মেসিকে ‘চরমভাবে অপমান’ করা হয়েছে বলে অভিযোগ করছেন তার ভক্ত-অনুরাগীরা।

এলমার ইনস্টাগ্রামে পোস্ট করা ছবিতে দেখা গেছে, একটি গির্জায় দাঁড়িয়ে রোনাল্ডো তার স্বভাবসুলভ ভঙ্গিতে গোলোৎসব করছেন। আর তার সামনে হাঁটু গেড়ে বসে প্রার্থনা করছেন লিওনেল মেসি।

ছবিটি পোস্টের পর ক্যাপশনে এলমা দোস লিখেছেন, ‘আমার রাজা। চির শ্রেষ্ঠ। আমার গর্ব।’

Exit mobile version