Home রাজনীতি ‘মেয়র সাহেব নকল ওষুধ আনিয়েন না, মানুষ অস্থির হয়ে গেছে’

‘মেয়র সাহেব নকল ওষুধ আনিয়েন না, মানুষ অস্থির হয়ে গেছে’

অনলাইন ডেস্ক : ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) মশা মারতে নকল ওষুধ না আনার জন্য মেয়র আতিকুল ইসলামের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সোমবার বিকেলে রাজধানীর গাবতলিতে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশ ও মিছিলে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান তিনি।

মেয়র আতিকুল ইসলামের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, ‘ডেঙ্গু থামছে? মেয়র সাহেব নকল ওষুধ আনিয়েন না! ভালো ওষুধ আনেন। মানুষ অস্থির হয়ে গেছে। আপনি দৌড়াদৌড়ি করেন ভালো, ছোটাছুটি করেন ঠিক আছে। কিন্তু ঠিকমতো মশাকে আঘাত করেন। মানুষ বড় কষ্টে আছে। খাওয়ার কষ্ট থাকবে না। শেখ হাসিনার রাতের ঘুম হারাম মানুষের কথা চিন্তা করে।’

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এস এ মান্নান কচির সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দীন নাছিম, শিল্প ও বাণিজ্য প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলামসহ ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

Exit mobile version