বিনোদন ডেস্ক : অভিনেত্রী সোনাক্ষী সিনহাকে সচরাচর মাথা গরম করতে দেখা যায় না। পাপারাজ্জিদের সঙ্গেও তার সম্পর্ক খুবই ভালো। তবে এবার মেজাজ হারালেন অভিনেত্রী। এক ছবি শিকারির কাজ দেখে কড়া ভাষায় কথা বললেন অভিনেত্রী।
সম্প্রতি নেট দুনিয়ায় সোনাক্ষীর সেই ভিডিও ভাইরাল। যেখানে দেখা যাচ্ছে, মুম্বইয়ের একটি অনুষ্ঠানে অতিথি হিসেবে প্রবেশ করছেন অভিনেত্রী। তখনই এক ছবি শিকারি তাকে অনুসরণ করতে শুরু করেন। শুরু হয় একের পর এক ছবি তোলা। প্রথমে সোনাক্ষী হাসি মুখেই হাঁটছিলেন। কিন্তু শেষে মেজাজ হারিয়ে বসেন।
ছবি শিকারির উদ্দেশ্যে তিনি বলেন, এবার আপনি থামুন, অনেক হয়েছে। তারপর ছবি শিকারির উদ্দেশ্যে হাত জোড় করে অনুরোধ করতে থাকেন অভিনেত্রী। উল্লেখ্য, সেই অনুষ্ঠানে সোনাক্ষী একা ছিলেন না। তার সঙ্গে ছিলেন স্বামী জাহির ইকবালও।
এ সময় অভিনেত্রীর আচরণ দেখে ছবি শিকারিরা প্রত্যেকেই তার থেকে দূরে সরে যান। প্রসঙ্গত, গত বছর জুন মাসে জাহিরের সঙ্গে বিয়ে বন্ধনে আবদ্ধ হয়ে তাদের দীর্ঘ সম্পর্কে সিলমোহর দেন সোনাক্ষী। তার আগে প্রায় সাত বছর সম্পর্কে ছিলেন তারা।
গত বছর ‘কাকুড়া’ ছবিতে সোনাক্ষীকে দেখা গেছে। এই মুহূর্তে নতুন সংসারে মন দিয়েছেন অভিনেত্রী।