অনলাইন ডেস্ক : ফ্লোরিডার মুসলিম বিরোধী আইনপ্রণেতা র‍্যান্ডি ফাইনকে কংগ্রেসে প্রার্থী হওয়ার জন্য পূর্ণ সমর্থন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি, ট্রাম্প এক পোস্টে বলেছেন, ‘আমি শুনছি যে, র‍্যান্ডি ফাইন কংগ্রেসে প্রার্থীতা করার কথা ভাবছেন! যদি তিনি এই প্রতিযোগিতায় অংশ নেওয়ার সিদ্ধান্ত নেন, তবে, র‍্যান্ডি ফাইন আমার পূর্ণ সমর্থন পাবে। রান, র‍্যান্ডি, রান!’

ট্রাম্পের এই পোস্টটি শেয়ার করে র‍্যান্ডি ফাইন লেখেন, ‘প্রেসিডেন্ট মহোদয়, গড আপনাকে সেদিন বাঁচিয়েছিলো, যাতে আপনি পৃথিবীকে বাঁচাতে পারেন। আপনার সৈন্য হতে পারা আমার জন্য অত্যন্ত সম্মানজনক। আপনার কনফিডেন্স অপ্রতিরোধ্য এবং আমি শীঘ্রই কিছু খবর জানাবো।’

র‍্যান্ডি ফাইন বিভিন্ন সময় মুসলিম-বিরোধী ও বৈষম্যমূলক বক্তব্য দেওয়ার কারণে বিতর্কে পড়েছেন। যুক্তরাষ্ট্রে মুসলিমদের তিনি সমস্যা হিসেবে উল্লেখ করে একাধিকবার উগ্র ও বিদ্বেষমূলক মন্তব্য করেছেন। ২০২১ সালে ফাইন ফিলিস্তিনিদের জন্য সহানুভূতি দেখানো ইহুদিদের ‘নাজি সহযোগী’ বলে অভিহিত করেছিলেন।

গত সেপ্টেম্বর মাসে একটি সোশ্যাল মিডিয়া পোস্টে, প্যালেস্টাইনে প্রতিবাদী সমাবেশে অংশ নেওয়ায়, অ্যানিসুর এজগি নামে এক মার্কিন নাগরিককে নিয়ে সমালোচনা করেছিলেন ফাইন। অ্যানিসুর এজগি সেসময় ইসরাইলের আক্রমণে প্রাণ হারান। সেদিন, ইসরাইল এবং বাইডেন প্রশাসন একে দুর্ঘটনা হিসেবে উল্লেখ করলেও, ফাইন তার বিতর্কিত পোস্টে লেখেন, ‘পাথর ছুঁড়লে, গুলি খেতে হবে।’