Home জাতীয় মুরাদ বিদেশে যাবেন নাকি দেশে থাকবেন, সেটা তার ব্যাপার: স্বরাষ্ট্রমন্ত্রী

মুরাদ বিদেশে যাবেন নাকি দেশে থাকবেন, সেটা তার ব্যাপার: স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক : অডিওকাণ্ডে তথ্য প্রতিমন্ত্রীর পদ হারানো মুরাদ হাসানের বিদেশে যাওয়ার প্রস্তুতির বিষয়ে জানা নেই স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের। এ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, এগুলো আমার জানা নেই। উনি বিদেশ যাবেন নাকি স্বদেশে থাকবেন, সেটা তার ব্যাপার। এ ব্যাপারে আমাদের কিছু বলার নেই।

বৃহস্পতিবার সচিবালয়ের নিজ দফতরে সাংবাদিকদের এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

আপত্তিকর বক্তব্য ও অশালীন অডিও ফাঁসের ঘটনায় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর পদ হারানো ক্ষমতাসীন দলের সংসদ সদস্য মুরাদ হাসান বিদেশে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে। তিনি আজ বৃহস্পতিবার রাতে কানাডায় যাওয়ার জন্য টিকিট কেটেছেন বলে জানা গেছে। এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে কোনো তথ্য নেই।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশযাত্রা নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের করণীয় বিষয়ে আইন মন্ত্রণালয় থেকে কিছু আসেনি বলেও জানান মন্ত্রী। আসাদুজ্জামান খান বলেন, এ বিষয়ে আইনমন্ত্রী পরীক্ষা-নিরীক্ষা করে পরবর্তী করণীয় নির্ধারণ করবেন।

অপর এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে আদালত যদি কোনো নির্দেশনা দেন, তাহলে সেটি পালন করা হবে। আদালতের নির্দেশের বাইরে যাওয়ার সুযোগ নেই।

Exit mobile version