১. মিছিলে যাবো
একুশের সকালে
রাষ্ট্র ভাষা বাংলার দাবিতে
মিছিল যাচ্ছে-
স্লোগানে মুখর চারিদিক
রাষ্ট্র ভাষা বাংলা চাই,
ক্ষুদিরাম আর সূর্য সেনের,
রবীন্দ্র-নজরুলের
দল বাংলা ভাষার দাবিতে
রাজপথ কাঁপিয়ে ছুটছেন,
দাবি একটাই
রাষ্ট্র ভাষা বাংলা চাই
ফাল্গুনের হাওয়ায়
স্লোগানের প্রতিধবনি
যাচ্ছে দূর-দূরান্তে-
শিশুটি মায়ের দিকে তাকিয়ে
বলছে, আমাকে যেতে দাও
আমি, মিছিলে যাবো,
বাংলা তোমার ‘ভাষা মাগো’
‘ওরা কেড়ে নিতে চাইছে’
আমাকে যেতে দাও
মিছিলে যাবো।
২. ঘাতকের বুলেট
পশ্চিমা শাসক-ঘাতকদের বুলেট
কেড়ে নিল প্রাণ
রফিক, বরকত, সালাম, জব্বারের
রক্ত ছড়িয়ে গেল সারা বঙ্গে।
আসাদের শার্ট হলো রক্তে রাঙা
শিমুলে ডালে বসা পাখি
রঞ্জিত হলো লালে।
একুশ থেকে একাত্তর
আর ত্রিশ লাখ শহীদের রক্তে
অর্জিত স্বাধীন বাংলাদেশ।
৩. উঠোনে
হৃদয়ের প্রশস্ত উঠোনে
গোধূলির লাল আভা
ঠোঁটে চিকন হাসি নিয়ে
দাঁড়াল অচেনা এক রমণী।
পলকহীন চোখে তাকিয়ে
দেখছি তার হাসি।
মেলাতে চাচ্ছি, মোনালিসার হাসির সাথে
মিলেও মিলছে না।
তারপরও চিকন হাসি ভালই লাগছে।
শাড়ীতে বাহারি কারুকাজ করা
কোন বড় বণিকের কন্যা।
আমার দুঃখী হৃদয়ের উঠোনে গোধূলী লগ্নে
কেন? তার আসা।
রমণী ঠোঁট থেকে হাসি সরিয়ে নিলো।
গম্ভীর চেহারায় পলকহীন তাকিয়ে দেখছে
নির্বাক আমি, গম্ভীর রমণী
মাপতে চাইছে, আমার হৃদয়ের গভীরতা।
ভাবছি, হৃদয় আমার প্রশস্ত,
তবে কতটা গভীর জানা নেই।
মনে হলো, মনের ভাষা বুঝতে পেরেছে,
রমণী সন্ধ্যা নামার আগেই মিলিয়ে গেল।
ফ্লোরিডা, ইউএসএ