১. সুখ নাকি অসুখ

একজন মানুষ চাই,
চাই, চাই এবং চাই।
সময়ে রঙ চটে এই মানুষটি ফিকে হয়ে যাবে।
আবার আরও একজন মানুষ চাই।
মানুষ আসবে, রঙ চটে আবার ফিকে হবে।
অনন্তকাল ধরে শুধু চাইবো-
যারা এই রকম চাই, চাই করে
তারা সুখের পেছনে ছুটে মরে।
সুখ মরীচিকা হয়ে দূরে সরে যায়।
ছুটে তার পেছন পেছন।
সুখ মননে তৈরি করতে হয়।
সুখ একটি আর্ট
যাকে ‘প্রতিদিন সাজাতে হয়’
ডাল-ভাতে পরিতৃপ্ত যারা
তারা সুখি।
যাদের আকাক্সক্ষা অধিক
তারা সুখের নাগাল পেতে
মরীচিকার পেছনে ছুটে মরে।
বিছানা বদলে দিলেই কি সুখ ধরা দেয়?
সুখ বিভাজিত হতে থাকে
এক মানুষ থেকে আর এক মানুষে।
‘এর নামই কি সুখ’
নাকি এক ধরণের ‘অসুখ।’

২. কলঙ্ক

চাঁদের কোন কলঙ্ক নেই
আছে শুধু না থাকার হাহাকার।
জ্যোৎস্নার স্নিগ্ধ আলো
পৃথিবীকে শুভ্রতায় সিক্ত করে।
আমরা শুচি-পবিত্র হতে চাই।
বৌদ্ধ এবং শীত পূর্ণিমায়
পৃথিবীর বুকে সাদা তুলতুলে চাদর বিছিয়ে দেয় চাঁদ।
আলো মাখা চাদরের বিছানায় শুয়ে কেউ কেউ ভাবি
এই চাঁদেরও কলঙ্ক আছে
নিষ্কলঙ্ক নয়।
তারা পূত-পবিত্র হতে পারে কি?
চাঁদের কোন কলঙ্ক নেই আছে শুধু হাহাকার।

৩. হৃদি মাটিতে

ছুটে আসি তোমার কাছে
যেমন ছুটে আসে বানের পানি।
দূর থেকে ছুটে আসা পানি
ভালোবাসার ক‚ল ছুঁয়ে
নিরবে সরে যায়।
রেখে যায় ভালোবাসার পলি
এই পলি মাটিতে ভালোবাসার ফসল হবে
আশায় থাকি-
প্রচন্ড-রৌদ্র তাপে মাটি ফেটে চৌচির হয়
ভালোবাসার বাম্পার ফলন ভেস্তে যায়।

৪. অচেনা

কোন অচেনা গহীন জঙ্গলে
একলা রেখে চলে গেলে।
পথ হারিয়ে হাঁটছি একা
আঁধার নামছে নিয়মিত নিয়মে।
দূর থেকে ভেসে আসছে বাঘের গর্জন
বাঘের ভয় কে না পায়?
তারপর আমি একলা মানুষ
বুক দুর – দুর করছে
তবুও সাহস করে এগিয়ে গেলাম আর একটু ভেতরে।
কোন এক গাছ থেকে ডেকে উঠে অচেনা পাখি
পাখি বলছে, যেও না;
থেমে গেলাম।
স্বপ্ন ভেঙ্গে গেল
রাতে স্বপ্ন দেখে ছিলাম।
এই স্বপ্ন যদি সত্যিই ফলে
তোমার সাথে আমার ‘আড়ি’
কখনও যাবো না বন-জঙ্গলে আমি।

৫. পুড়ে যাক

পুড়ে যাক রৌদ্র দহনে
দাবানল ছড়িয়ে পড়ুক প্রেমের বাগানে।
নীরবতা ভেঙ্গে হুইসেল বাজিয়ে আসুক
অগ্নিনির্বাপক দল।
জড়ো হোক কৌতূহলী মানুষজন
বালতি বালতি পানি নিয়ে ছুটে যাক
নেভাতে আগুন।
সবটুকু কাউকে দিয়ে দিলে
ভালোবাসার রঙ বদলে যায়।
ভালোবাসলে কিছুটা আব্রæ রাখতে হয় গায়ে।
স্রোতের বিপরীতে স্রোতের খেলা
সাগর ও নদীর জল রঙ এক নয়।
সাগরে, সাগরে, নদীতে, নদীতে জলে মিল নেই।
ভালোবাসাও হৃদয়ে হৃদয়ে ভিন্ন রঙের হয়।
পুড়ে যাক রৌদ্র দহনে সবটুকু ভালোবাসা।
সবশেষে ফায়ার ব্রিগেডের কর্তা
বক্তব্য রাখুন-
অনেক চেষ্টা করেও ভালোবাসকে জীবন্ত
উদ্ধার করা যায়নি।
শুধু ছাই ছাই আর ছাই।
ফ্লোরিডা, ইউএসএ