Home খেলাধুলা মুম্বাইকে ১৩৭ রানে গুঁড়িয়ে দিল দিল্লি

মুম্বাইকে ১৩৭ রানে গুঁড়িয়ে দিল দিল্লি

স্পোর্টস ডেস্ক : দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে আইপিএলের ১৪তম আসরের ১৩তম ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে অমিত মিশ্রর গুগলিতে বিভ্রান্ত হয়ে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১৩৭/৯ রানে গুটিয়ে যায় মুম্বা ইন্ডিয়ান্স।

চেন্নাইয়ের এমএ চিদাম্বরাম স্টেডিয়ামে দিল্লির বিপক্ষে ৩০ বলে সর্বোচ্চ ৪০ রান করেন মুম্বাইয়ের অধিনায়ক রোহিত শর্মা। এছাড়া ২৬, ২৪ ও ২৩ রান করে করেন ইশান কিশান, সুরাইয়া কুমার যাদব ও জয়ন্ত যাদব। দিল্লির হয়ে ৪ ওভারে ২৪ রানে ৪ উইকেট শিকার করেন অমিত মিশ্র।

আইপিএল ইতিহাসে রেকর্ড সর্বোচ্চ ১৭০ উইকেট শিকার করা লাসিথ মালিঙ্কাকে ছাড়িয়ে যাওয়ার পথেই আছেন মিশ্র। আর মাত্র ৭ উইকেট শিকার করলেই মুম্বাইয়ের হয়ে রেকর্ড গড়ে যাওয়া শ্রীলংকান কিংবদন্তিকে ছাড়িয়ে যাবেন এ লেগ স্পিনার।

নিজেদের চতুর্চথ ম্যাচে তৃতীয় জয়ের জন্য ১৩৮ রান করতে হবে ঋষভ পন্থের নেতৃত্বাধীন দিল্লি ক্যাপিটালসকে।

এই ম্যাচের আগে দুই দল ২৮ ম্যাচে মুখোমুখি হয়। তার মদ্যে ১৬ ম্যাচে জয় পায় মুম্বাই আর ১২ ম্যাচে জয় পায় দিল্লি ক্যাপিটালস।

 

Exit mobile version