অনলাইন ডেস্ক : গত ১৬ই জুলাই রবিবার ছিল আমাদের জাঁকজমকপূর্ণ পিকনিকে অতিথির আগমণে প্রাণোচ্ছল উপস্থিতি এ মিলন মেলাকে উৎসবে পরিণীত করে বিক্রমপুরবাসী, প্রমাণ করেছে ভালোবাসা এবং অন্তর দিয়ে নিমন্ত্রণ করলে কেউ ফেলতে পারে না। মধ্যমণি প্রধান অতিথি ছিলেন এম,পি,পি ডলি বেগম, বিশেষ অতিথি ছিলেন ডঃ আনারুল বাসার এবং গিয়াস উদ্দিন আহাম্মেদ উপদেষ্টা হেমিল্টন থেকে আগত।

অন্যান্যের মধ্যে ছিলেন টরন্টোর ব্যারিষ্টার আলমগীর হোসেন, ডাঃ আলমগীর, মহসিন আহাম্মেদ, শমসের আলী হেলাল, আমির জামান, টরন্টোর অতি পরিচিত লবঙ্গর মালিক মহিদ ইসলামসহ আরো অনেকেই।

রাফেল ড্র প্রথম পুরস্কারটি গ্রহণ করেন সভাপতি ফারুক খান কাছে থেকে টরন্টো রিজেন্ট পার্ক থেকে মাহাবুব আলম, সাধারণ সম্পাদক গোলাম রনির সৌজন্যে দুইটি এয়ার টিকেট রিটান “টরন্টো টু ভ্যানকুভার” পিকনিক কমিটির কনভেনার মোঃ মিজানুর রহমান বাদল এর বিশাল আয়োজনে সহযোগিতা করেন বিশেষভাবে যাদের কথা না বলেই নয় – দেওয়ান সুজন, আক্তার হোসেন, তাজুল ইসলাম, ডাঃ মহবুব আলম, দেলোয়ার হোসেন দুলাল, মাহবুব আলম শ্যামল, ফিরুজ চাকলাদার, শরিফ খান, সালাম মন্ডল চন্দনসহ আরো অনেকে। ঝালমুরি চা পিয়াজু আপ্যায়নে ছিলেন – আপেল ভাবি, তাহমিনা খান, রোকেয়া কালাম, সেতারা বেগম, নাসরিন বেগম, নাহিদ খান, ফারহানা আহাম্মেদ।

স্পন্সরে : ঢাকা অটো শাওয়ান, হোসনী মোবারক তুহিন, সি,এম,ফয়সাল আহাম্মেদ, ওয়াল্ড ট্রেভেল্স দেলোয়ার খান, মাই কাবাবসহ আরো অনেকে।


পিঠা ঘরের বিক্রমপুরের শাহী জিলাপি ছিল সৌজন্যমূলক আপ্যায়ন, পরিশেষে ছিল বিক্রমপুরে রসগোল্লা।