কারো এ অনুভূতি হয়েছে কিনা আমি জানি না….
তবু কিছু কিছু তো হবারই কথা তাই না…!!
বরং না হবারই বা কি কারণ থাকতে পারে
বুঝি না ছাতা….হাহাহাহাহা
প্রেমে পড়লে কি এমনই হয়
প্রেমে পড়লে কি এমনই হয়, ঘুমিয়ে স্বপ্ন দেখে বলে শুনেছি
কিন্তু দু’চোখ চেয়েই তো দেখতে পাচ্ছি
কেউ এসে ভারী করে কথা বলে গেল, কিন্তু আমার কাছে তা লাগছে অতীব মিষ্টি-মধুর
কেউ এসে দু’গাল ভরে চড় দিয়েছে
কিন্তু আমি চোখে সরষে ফুল না দেখে দেখছি গোলাপ ফুল
কখনো দেখছি আমি তার হাত ধরে হাঁটছি তো হাঁটছি
হেথায় নেই কোনো ক্লান্তি আর ক্লান্তি
ওমা…! হাঁটতে হাঁটতে অনন্ত কাল পার করেছি
কোন কিছুতেই আমার আর ঘরে ফেরায়
নেই ক্লান্তি, নেই অবসাদের গ্লানি
হঠাত্ যদি সম্মুখে দেখি নদী, চমকে উঠার বদলে
দেখতে পেলাম ওপারে
স্বর্গের হুর পরী রা নাঁচছে উড়ে উড়ে
পড়তে বসেছি টেবিলে
এতো পড়া মাথা খারাপ হবার কথা
কি আশ্চর্য দেখছি…মাথা আমার একেবারেই ফাঁকা…!!
কি ছাতা পড়াশুনা, এর চেয়ে ঢের ভালো
তোমার কথা ভাবা…!!
কেউ কোন উপদেশ দিল, তা লাগলো মধুর মত
নিজেকে এতো গুরুত্বপূর্ণ ও দায়িত্বপূর্ণ মনে হয়
তখন পৃথিবীর সমস্ত ভালোবাসা তাকে দিতে মন চায়
তোমায়-আমাতে দেখি না কোন ব্যবধান
শুধু মনে হয় সুখে-দু:খে দু’জন শুধু দু’জনার
আবার কখনো মনে হয় মরে যেতে
তবে হ্যাঁ তা অবশ্যই দু’জনে একসাথে
অথচ বুঝতে পারি না কেন
সবসময় শুধু অনিশ্চয়তায়, মন কাঁপে তারই ভাবনায়
এ থেকে যেন কোন নিস্তার নেই
সারা মন – সারাক্ষণ যেন ছেয়ে থাকে
শুধু তোমারই সম্মোহনী আকর্ষণে
কিভাবে আর কতভাবে ভালোবাসবো তোমার হৃদয়কে।