পার্থ সারথী দেব, মিশিগান : আমেরিকার মিশিগান অঙ্গরাজ্যে বেকারদের জন্য দেওয়া প্রতি সপ্তাহে দেওয়া ৬০০ ডলার করে ফেডারেল বেনিফিট কার্যক্রম ২৬ জুলাই থেকে বন্ধ হয়ে গেছে। তবে কর্মহীনদের সপ্তাহে ৩৬২ ডলার করে বেকার ভাতা দেওয়া অব্যাহত থাকবে বলে ঘোষণা দিয়েছে মিশিগান বেকার বিমা সংস্থা।

ফেডারেল প্যান্ডেমিক বেকারত্ব ক্ষতিপূরণ (পিইউসি) প্রোগ্রাম যা বেকারদের প্রতি সপ্তাহে অতিরিক্ত ৬০০ ডলার দিয়ে সাহায্য করা হতো তা ২৬ জুলাই থেকে মেয়াদোত্তীর্ণ হয়ে পড়েছে। মিশিগান বেকার বিমা সংস্থা সূত্রে জানা গেছে, ফেডারেল প্যান্ডেমিক বেকারত্ব ক্ষতিপূরণ বাবদ ১৯ বিলিয়ন ডলার অর্থ ইতিমধ্যে মিশিগানের বেকারদের দেওয়া হয়েছে। রাজ্যে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত ২১ লাখ মানুষ রাজ্য ও ফেডারেল সুবিধার জন্য আবেদন করেছেন। আর ২০ লাখ মানুষকে ১৯ বিলিয়ন ডলার বেনিফিট দেওয়া হয়েছে।