Home আন্তর্জাতিক মিশরের মধ্যস্থতায় বন্দি বিনিময়ে রাজি ইসরায়েল ও হামাস

মিশরের মধ্যস্থতায় বন্দি বিনিময়ে রাজি ইসরায়েল ও হামাস

অনলাইন ডেস্ক : যুদ্ধবিরতি চুক্তি টেকসই করতে ইসরায়েল ও হামাস বন্দি বিনিময় করতে যাচ্ছে। আগামী কয়েকদিনের মধ্যে বন্দি বিনিময় চুক্তি হতে পারে। মিশরের প্রচেষ্টায় এই দুই পক্ষ কারাবন্দিদের বিনিময়ে রাজি হয়েছে।

রবিবার জেরুজালেম পোস্টের খবরে বলা হয়েছে, মিশরের মধ্যস্থতায় বন্দি বিনিময় করতে যাচ্ছে হামাস ও ইসরায়েল। এর আগে চলতি বছরের মে মাসে এই দুই পক্ষ যুদ্ধে জড়িয়ে পড়ে। টানা ১২ দিন যুদ্ধের পর মিশরের মধ্যস্থতায় তারা যুদ্ধবিরতি করে।

২০১৪ সালের যুদ্ধে নিহত ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর দুই সদস্য ওরন শোল এবং হাদার গোলদিনের লাশের দেহাবশেষ রয়েছে হামাসের কাছে। এছাড়া ২০১৪ ও ২০১৫ সালে স্বেচ্ছায় গাজা উপত্যকায় যাওয়া ইসরায়েলি নাগরিক আভেরা মেনজিসটু ও হাইসাম আল সাইয়েদও হামাসের কাছে বন্দি আছেন।
হামাস নেতা ইসমাইল হানিয়া বলেছেন, ইসরায়েলের কারাগার থেকে ফিলিস্তিনি বন্দিদের মুক্ত করতে তারা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

Exit mobile version