বিনোদন ডেস্ক : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর ‘গরম পানি ঢালার’ পরামর্শ দিয়েছেন অভিনেত্রী অরুণা বিশ্বাস। তার এ কাণ্ডে ক্ষুব্ধ অনেক তারকা। এরমধ্যে আছেন চিত্রনায়িকা পরী মণিও। তাকে নিয়ে প্রকাশ্যে কথা বলেছেন এ নায়িকা।
এর আগে মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সকাল থেকেই বইছে সমালোচনার ঝড়। ‘আলো আসবেই’ শিরোনামে হোয়াটসঅ্যাপে শোবিজ অঙ্গনের আওয়ামীপন্থী কিছু অভিনয়শিল্পী ও সাংবাদিকদের গ্রুপের কিছু কথোপকথন ভাইরাল হওয়ার পরই বাঁধে এ বিপত্তি।
যে দলের নেতৃত্বে ছিলেন ঢাকা-১০ আসনের সাবেক সংসদ সদস্য ও চিত্রনায়ক ফেরদৌস আহমেদ, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত, অভিনেতা রিয়াজ, সাজু খাদেম এবং অভিনেত্রী শামীমা তুষ্টি। গ্রুপের বাকি সদস্যদের মধ্যে ছিলেন অভিনেত্রী সুজাতা, অরুণা বিশ্বাস, নিপুণ, শমী কায়সার, আজিজুল হাকিম, রোকেয়া প্রাচী, তানভীন সুইটি, হৃদি হক, জ্যোতিকা জ্যোতি, সোহানা সাবা, চন্দন রেজা, সংগীতশিল্পী শুভ্র দেব, নির্মাতা মুশফিকুর রহমান গুলজার, এস এ হক অলিক, খোরশেদ আলম খসরুসহ অনেকে।
সেই গ্রুপে অভিনেত্রী অরুণা বিশ্বাস আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ‘গরম পানি’ ঢেলে দেয়ার কথা বলেন।
অভিনেত্রীর এই কথায় চটেছেন পরী মণি। সামাজিক যোগাযোগমাধ্যমে ঢালিউডের এই গ্ল্যামার গার্ল লিখেছেন, ‘অমানুষ! হিংস্র! লোভী! এত হিংসা নিয়ে কখনোই শিল্পী পরিচয় বহন করতে পারেন না আপনি। ধিক আপনাকে।’
এ ছাড়াও ওই গ্রুপে আন্দোলনের পক্ষে যারা প্রোফাইল লাল করেছিলেন তাদের চিনে রাখা এবং পরবর্তী সময়ে ‘সাইজ করার’ হুমকিও দেওয়া হয়।
যেখানে আন্দোলনে সমর্থন জানিয়ে প্রোফাইল ‘লাল’ করায় এক সংগীতশিল্পীকে নিয়ে অরুণা বিশ্বাস লেখেন, ‘বয়স যদি কম থাকত পিটাইতে পিটাইতে বাবা ডাক শিখাইতাম।’
তার এই আলাপচারিতার অংশ প্রকাশ্যে আসার পর থেকেই অরুণা বিশ্বাসের শাস্তি দাবি করেছেন সহশিল্পী থেকে শুরু করে ভক্তরা। অনেকেই তার খোঁজ জানতে চেয়েছেন।
জানা যায়, এই মুহূর্তে অরুণা আছেন কানাডায়। তিনি সেখানকার নাগরিক। জানা যায়, শেখ হাসিনার সরকার পতনের পর আগস্টের শেষ সপ্তাহে কানাডা চলে যান তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন, দেশটিতে অবস্থান করা আলোচিত এক চিত্রনায়ক।