অনলাইন ডেস্ক : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে পাকিস্তানে চলে যেতে বলেছেন কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী।
আজ শনিবার বিকেলে টাঙ্গাইলের সখীপুর উপজেলার হামিদপুর গণউচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত জনসভায় কাদের সিদ্দিকী এ কথা বলেন। স্থানীয় কৃষক শ্রমিক জনতা লীগের আয়োজনে এ জনসভার আয়োজন করা হয়।
কাকড়াজান ইউনিয়ন কৃষক শ্রমিক জনতা লীগ সভাপতি দেলোয়ার হোসেন মাস্টারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেন, ‘বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের যে অবস্থা এর চেয়ে পাকিস্তান আমল ভালো ছিল। আপনার কাছে যখন পাকিস্তানই ভালো, তাহলে আপনি বাংলাদেশে কেন? পাকিস্তানে চলে যান। বিএনপির আরেক নেতা গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, বাংলাদেশ নাকি একদিনে হয়ে গেছে, আমরা তাহলে যুদ্ধ করলাম কেন?’
দেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরে ক্ষোভ প্রকাশ করেন কাদের সিদ্দিকী। তিনি বলেন, ‘এখন দেশে মা-বোনদের সম্মান দেওয়া হয় না, কারও মূল্যায়ন করা হয় না—এ জন্য যুদ্ধ করি নাই। যুদ্ধের সময় আমার বয়স ২৫ বছর, টগবকে যুবক। আমি কোনো মেয়ের সাথে কখনো প্রেম করি নাই, আমার বড় ভাই লতিফ সিদ্দিকীর দিক-নির্দেশনায় বঙ্গবন্ধুর আদর্শে আদর্শিত হয়ে দেশের প্রেমে পড়ে যুদ্ধে গিয়েছিলাম।’
কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আরও বলেন, ‘শেখ হাসিনা আমার বোন, তার সাথে মতবিরোধ থাকতে পারে, তাই বলে তাকে অসম্মান করলে তা আমি মেনে নেব না। আওয়ামী লীগের অনেক এমপি হয়েছে, কেউ আটিয়া বন অধ্যাদেশ বাতিল করতে পারে নাই, শেখ হাসিনা যখন আটিয়া বন অধ্যাদেশ বাতিলের জন্য কথা দিয়েছেন, আপনারা সাথে থাকলে অবশ্যই বাতিল হবে।’
এ সময় আরও বক্তব্য দেন হাবিবুর রহমান খোকা, আজাদ সিদ্দিকী, আব্দুল হালিম সরকার লাল, এ টি এম সালেক হিটলু, আলমগীর হোসেন, আশিক জাহাঙ্গীর প্রমুখ।