অনলাইন ডেস্ক : ফক্স কর্পোরেশন এবং নিউজ কর্পোরেশনের চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করছেন রুপার্ট মারডক। আল জাজিরার খবরে বলা হয়েছে, সাত দশকেরও বেশি সময় ধরে তিনি অস্ট্রেলিয়া থেকে মার্কিন যুক্তরাষ্ট্র পর্যন্ত একটি মিডিয়া সাম্রাজ্য তৈরি করেছেন।
মারডকের ছেলে লাচলান নিউজ কর্পোরেশনের একমাত্র চেয়ারম্যান হবেন এবং ফক্সের চেয়ারম্যান ও সিইও হিসেবে দায়িত্ব পালন করবেন।
বাবার মৃত্যুর পর মাত্র ২২ বছর বয়সে সংবাদপত্রের ব্যবসার হাল ধরেন কিথ রুপার্ট মারডক। পাঁচটি দেশে ১২০টি সংবাদপত্রের মালিক রুপার্ট ও তার পরিবারের সদস্যরা। যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক পোস্ট, ফক্স নিউজ ও ওয়াল স্ট্রিট জার্নাল এবং যুক্তরাজ্যের দ্য সান ও দ্য টাইমসের মালিক রুপার্ট।