স্পোর্টস ডেস্ক : বাসায় দুর্ঘটনায় পড়ে মাশরাফি বিন মুর্তজার বাম পা কেটে গেছে। এতে তার পায়ে ২৭টি সেলাই লেগেছে।

মাশরাফির ছোট ভাই মোরসালিন বিন মুর্তজা জানান, শনিবার বিকেলে অসাবধানতাবসত শোকেসের সঙ্গে ধাক্কা লাগলে কাঁচ ভেঙে ভাইয়ার বাঁ পায়ের পেছনে দিকে পড়ে। এতে অনেক খানি কেটে গেছে।

পরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নিয়ে গেলে ২৭টি সেলাই লাগে। চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ভাইয়াকে বাসায় নিয়ে আসা হয়।