স্পোর্টস ডেস্ক : জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার দুর্দান্ত পারফরম্যান্সে জয় পেয়েছে তার দল লিজেন্ডস অব রূপগঞ্জ।

বুধবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে মাশরাফির গতির মুখে পড়ে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ৪৮ ওভারে ১৯৮ রানেই অলআউট হয় খেলাঘর সমাজকল্যান সমিতি।

দলের হয়ে সর্বোচ্চ ৫৯ রান করেন অমিত মজুমদার। ৮ ওভারে ৩৮ রানে ৪ উইকেট নেন মাশরাফি। এছাড়া ৯ ওভারে ৫১ রানে ৩ উইকেট শিকার করেন রূপগঞ্জের ভারতীয় মিডিয়াম পেসার ক্রিগ জানি।

টার্গেট তাড়া করতে নেমে মাত্র ১৫ রানেই দুই ওপেনার ইরফান শুক্কর ও সাব্বির হোসেনের উইকেট হারিয়ে চাপে পড়ে যায় রূপগঞ্জ। তৃতীয় উইকেটে নাঈম ইসলামকে সঙ্গে নিয়ে ৯০ রানের জুটি গড়েন ক্রিগ জানি।

এরপর মাত্র ৬ রানে ৩ উইকেট হারিয়ে ফের চাপে পড়ে যায় রূপগঞ্জ। ৭৮ বলে সাত চার আর দুই ছক্কায় ৭২ রান করে ফেরেন ভারতীয় এই অলরাউন্ডার। ২৪ রানে ফেরেন নাঈম ইসলাম। ২ রানের বেশি করতে পারেননি জাতীয় দলে অনিয়মিত হয়ে যাওয়া তারকা ব্যাটার সাব্বির রহমান রুম্মন।

এরপর ১৪ ও ১২ রানে ফেরেন রকিবুল হাসান ও মাশরাফি বিন মুর্তজা। ব্যাটসম্যানদের এমন আসা-যাওয়ার মিছিলে দায়িত্বশীল ইনিংস খেলে দলকে ৩ বল আগেই জয়ের বন্দরে পৌঁছে দেন তানভির হায়দার। তিনি ৬১ বলে দুই বাউন্ডারিতে অনবদ্য ৫১ রানের ইনিংস খেলেন।

দলের জয়ে দুর্দান্ত বোলিং করে ম্যাচ সেরা হন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও নড়াইল-২ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা।