Home আন্তর্জাতিক মার্চ থেকে ভারতে খোলাবাজারে মিলতে পারে করোনার ভ্যাকসিন

মার্চ থেকে ভারতে খোলাবাজারে মিলতে পারে করোনার ভ্যাকসিন

অনলাইন ডেস্ক : ভারতের সেরাম ইনস্টিটিউটের সিইও আদর পুনাওয়ালা জানিয়েছেন, মার্চ মাসে বেসরকারি হাসপাতাল ও সংস্থার হাতে এসে পৌঁছতে পারে করোনার ভ্যাকসিন।

ভারতের কেন্দ্রীয় ওষুধ নিয়ন্ত্রক সংস্থা ডিসিজিআই সেরাম ইনস্টিটিউটকে ইতিমধ্যে অক্সফোর্ডের টিকা নিয়ন্ত্রিত ও জরুরি ব্যবহারের জন্য ছাড়পত্র দিয়েছে। সেই কারণে সংস্থা প্রথমেই টিকা বেসরকারি সংস্থার হাতে পৌঁছে দিতে পারবে না বলে জানা গেছে।

ভারত সরকার ইতিমধ্যেই সেরাম ইনস্টিটিউটকে জানিয়েছে, মাসে ৫ থেকে ৬ কোটি করোনার ডোজ প্রয়োজন হবে কেন্দ্রীয় সরকারের। সরকারের কাছে টিকা পিছু দাম ২০০ রুপি হলেও বাজারে ভ্যাকসিন প্রতি খরচ করতে হবে ১ হাজার রুপি।

এখনও সরকারের কাছ থেকে টিকার বিষয়ে চূড়ান্ত চিঠি পায়নি সেরাম ইনস্টিটিউট। সেটা পাওয়ার পর সরকারের নির্দেশ মতো প্রথমে প্রয়োজনীয় ও জরুরি ক্ষেত্রের জন্য টিকা সরবরাহ করা হবে। তারপর সেরা এই টিকা বেসরকারি হাসপাতাল ও সংস্থাগুলিকে পৌঁছে দেবে। আদর পুনাওয়ালা জানিয়েছেন, যদি টিকার কার্যকারিতা ৯০ শতাংশ পর্যায়ে নিয়ে যেতে হয়, তাহলে অপেক্ষাকৃত বেশি সময়ের ব্যবধানে টিকা নিতে হবে সাধারণ মানুষকে।

Exit mobile version