রাশিদা আউয়াল

একাত্তরের মার্চে যুদ্ধের দিনগুলি
কেমনে ভুলিতে পারি,
ধর্ষণের শিকার বাংলাদেশের নারী
হিন্দু, মুসলিম, কুমারি।

মায়ের বুক করেছিল খালি
নিয়ে নবজাতক কন্যা,
বাংলার মাটিতে বয়ে গিয়েছিল
রক্ত সাগর বন্যা।

দেশ মুক্তির আনন্দলোনে ঝাঁপিয়েছিল
বাংলার লক্ষ মুক্তিসেনা,
ইতিহাসে যাঁদের বীরত্ব গাঁথা
তাঁদের কখনো ভুলবো না।

পাক হানাদারদের নির্যাতন অত্যাচারে
রক্তাক্ত বাংলার ইতিহাস,
আজও বাঙালি বিরঙ্গনা সখিনা’দের
চোখে কষ্টের জলোচ্ছ্বাস।
বাংলাদেশের মানচিত্র মুক্তির সংগ্রামে
বুকের রক্তে আঁকা,
লক্ষ শহীদের প্রাণের বিনিময়
লাল-সবুজের পতাকা।

ডিসেম্বরে বিজয় সুখের উল্লাসে
স্বাধীনতার আনন্দে ভাসে,
বিজয় নিশান উড়ে আকাশে
মুক্তির সুভাষ ছড়ায় বাতাসে।
কানাডা