Home জাতীয় মার্কেটের আগুন নাশকতা কিনা, খতিয়ে দেখা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

মার্কেটের আগুন নাশকতা কিনা, খতিয়ে দেখা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক : রাজধানীর বিভিন্ন মার্কেটে সাম্প্রতিক অগ্নিকাণ্ডের ঘটনা নাশকতা কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

সোমবার (১৭ এপ্রিল) সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন মন্ত্রী।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, হঠাৎ করে একইসঙ্গে এতো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে কেন? সেই ঘটনাগুলো আমরা তদন্ত করছি। আমাদের একটা টিম আগে থেকেই কাজ করছিল। যে টিম কাজ করছিল, তাদের আগুন লাগার মূল কারণটা কী, উৎসটা কী, তদন্ত করার জন্য তাদের নির্দেশনা দেয়া হয়েছে।

মন্ত্রী আরও বলেন, অগ্নিকাণ্ডে যারা সর্বশান্ত হচ্ছেন, প্রধানমন্ত্রী সব সময় তাদের জন্য চিন্তা-ভাবনা করছেন, তাদের ব্যবস্থা করছেন।

অগ্নিকাণ্ডের ঘটনা নাশকতা মনে করছেন কিনা জানতে চাইলে আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘আমি তো সেটাই বলছি, আমরা নাশকতা চিন্তা করছি, আমরা মনে করছি, কেউ উদ্দেশ্য করে এটা করাতে পারে। তদন্তের পরে আমরা বিস্তারিত বলতে পারব।

ব্যবসায়ীদের দাবি অনুযায়ী এসব অগ্নিকাণ্ডের পেছনে সিটি করপোরেশনের ইন্ধন থাকতে পারে। সে ক্ষেত্রে তদন্তে নিরপেক্ষভাবে বিষয়টি উঠে আসবে কিনা, এমন প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বঙ্গবাজারকে অনেক আগেই সিটি করপোরেশন ও ফায়ার সার্ভিস পরিত্যক্ত মার্কেটে হিসেবে ঘোষণা দিয়েছে। তারপরও তো তারা কোর্টের একটা নিষেধাজ্ঞা নিয়ে মার্কেট করছিল। সিটি করপোরেশন নিজের কাজ করছে। এগুলো নিয়ে অনেকে হয়তো বিভ্রান্তিকর নিউজ ছড়াতে পারে। সবকিছুই আমরা তদন্ত করে দেখছি।

Exit mobile version