Home আন্তর্জাতিক মার্কিন শুল্ককে ‘ওষুধের’ সঙ্গে তুলনা করলেন ট্রাম্প

মার্কিন শুল্ককে ‘ওষুধের’ সঙ্গে তুলনা করলেন ট্রাম্প

অনলাইন ডেস্ক : মার্কিন শুল্ককে ওষুধের সঙ্গে তুলনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রবিবার সন্ধ্যায় এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেছেন, ‘কখনো কখনো আপনাকে কিছু ঠিক করার জন্য ওষুধ খেতে হবে’।

ট্রাম্প বলেছেন, সব চাকরি এবং বিনিয়োগ মার্কিন যুক্তরাষ্ট্রে ফিরে আসছে এবং সারা বিশ্ব শীঘ্রই আমেরিকাকে দোষারোপ করা থেকে বন্ধ থাকবে।

তিনি বলেন, আমরা আবার একটি ধনী জাতি হয়ে উঠব।

এমন ধনী যা আগে কখনো আমরা ছিলাম না।
রবিবার সন্ধ্যায় এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সাথে কথা বলার সময় ট্রাম্প বলেছেন ইউরোপীয় এবং এশীয় দেশগুলো ‘একটি চুক্তি করার জন্য মরিয়া হয়ে আছে’।

পণ্যের দাম দ্রুত বেড়ে যাওয়া এবং বাজারে মন্দার আশঙ্কার প্রেক্ষাপটে আমেরিকান ভোক্তাদের ‘সহনসীমা’ নিয়ে এক সাংবাদিকের প্রশ্নে নিয়ে কড়া প্রতিক্রিয়া দেখান প্রেসিডেন্ট ট্রাম্প।

তিনি সাংবাদিকদের বলেন, ‘আমি মনে করি আপনি খুব বোকার মতো প্রশ্ন করেছেন।

আমি চাই না যে কোনো কিছু খারাপের দিকে যাক। কিন্তু কখনো কখনো আপনাকে কিছু ঠিক করার জন্য ওষুধ খেতে হয়।’

Exit mobile version