Home আন্তর্জাতিক মার্কিন মেডিকেল বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহত

মার্কিন মেডিকেল বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহত

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলীয় নেভাদা অঙ্গরাজ্যে একটি মেডিকেল পরিবহন বিমান বিধ্বস্ত হয়েছে। এতে বিমানে থাকা পাঁচ আরোহীর সবাই নিহত হয়েছেন। গতকাল শনিবার বিমানের অপারেটররা এই তথ্য জানিয়েছে। খবর নিউইয়র্ক টাইমসের।

লিয়ন কাউন্টি শেরিফের কার্যালয় থেকে বলা হয়েছে, শুক্রবার রাত ৯টা ১৪ মিনিট নাগাদ কর্তৃপক্ষ সম্ভাব্য বিমান বিধ্বস্তের ফোন পেতে থাকে। এরপর কেন্দ্রীয় লিয়ন কাউন্টি ফায়ার ডিপার্টমেন্ট এর সাড়া দেয় এবং অনুসন্ধান ও উদ্ধারকারী দল রাত ১১টা ১৫ মিনিটের দিক বিমানটি খুঁজে পায়।

এক বিবৃতিতে আঞ্চলিক জরুরি মেডিক্যাল সেবা কর্তৃপক্ষ (আরইএমএসএ হেলথ) জানায়, ক্যালিফোর্নিয়া সীমান্তবর্তী নেভাদার স্টেজকোচের এরিড শহরে শুক্রবার রাতে বিমানটি বিধ্বস্ত হয়।

বিবৃতিতে বিমানটির পাঁচ আরোহীর কেউ বেঁচে নেই বলে উল্লেখ করা হয়েছে। জানা যায়, বিমানটিতে পাইলট ছাড়াও একজন নার্স, প্যারামেডিক, একজন রোগী ও তার পরিবারের একজন সদস্য ছিলেন।

তবে ঠিক কী কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে তা এখনো জানা যায়নি। এই ঘটনার তদন্ত চলছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।

Exit mobile version