অনলাইন ডেস্ক : রুদ্ধশ্বাস লড়াই শেষে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয় পেয়েছেন রিপাবলিকান পার্টির প্রার্থী ডনাল্ড ট্রাম্প। দেশটির ৪৭তম প্রেসিডেন্ট হতে যাচ্ছেন তিনি। নির্বাচনে জয়ের পরপরই একের পর এক বিশ্বনেতা শুভেচ্ছা জানাচ্ছেন ট্রাম্পকে।
এরই ধারাবাহিকতায় ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বৃহস্পতিবার এক শুভেচ্ছাবার্তায় শি বলেন, অতীত ইতিহাস এটাই প্রমাণ করে, চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে সহযোগিতাপূর্ণ সম্পর্ক দুই দেশের জন্যই লাভজনক। বিপরীতে বৈরিতার সম্পর্ক উভয় পক্ষের জন্য ক্ষতির কারণ হয়েছে। এ অবস্থায় বেইজিং ও ওয়াশিংটনের মধ্যে সম্পর্ক স্থিতিশীল থাকলে কেবল দুই দেশের স্বার্থ রক্ষা হবে তাই নয়, একই সাথে তা আন্তর্জাতিক মহলেরও প্রত্যাশা পূরণ করবে।
আগামী দিনগুলোতে দুই দেশ পারস্পরিক শ্রদ্ধা, শান্তিপূর্ণ সহাবস্থান ও সমন্বয়ের নীতি অনুসরণ করবে বলে আশা করেন শি। এ লক্ষ্যে যোগাযোগ ও আলোচনার পরিসর রচনা এবং মতবিভেদ কমিয়ে আনার চেষ্টা আরো জোরালো করার তাগিদ দেন তিনি। এসবের মধ্য দিয়ে দুই দেশের সম্পর্কে নতুন অধ্যায়ের সূচনা হবে বলে আশাবাদ তার।
এদিকে এর আগের শাসনামলে চীনের সঙ্গে বাণিজ্যযুদ্ধে জড়ান ট্রাম্প। মোটামুটি একই পথ অনুসরণ করে বাইডেন প্রশাসনও। তাইওয়ান, তাইওয়ান প্রণালী ও দক্ষিণ চীন সাগরে প্রভাব বিস্তার নিয়ে দুই দেশের মধ্যে তিক্ততা দিন দিন বাড়ছে। এরই মাঝে বেইজিংয়ের প্রতি কঠোর ট্রাম্পের আবারও ক্ষমতায় আসা দুই দেশের সম্পর্কে নতুন করে উত্তেজনা বাড়াতে পারে বলে আশঙ্কা রয়েছে।
এবারের নির্বাচনী প্রচারকালেও ধারাবাহিকভাবে চীনের প্রতি বিষোদগার করেছেন ট্রাম্প। ক্ষমতায় এলে চীনা পণ্যে অতিরিক্ত শুল্ক আরোপেরও ঘোষণা দিয়েছেন। সব মিলিয়ে দুই দেশের সম্পর্ক আগামীতে কোন দিকে যাবে তা এক গুরুতর প্রশ্ন। এর উত্তর পেতে অপেক্ষা করতে হবে আরো কিছুকাল।