Home আন্তর্জাতিক মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন করবে যে আট রাজ্য

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন করবে যে আট রাজ্য

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের ৫০ রাজ্যে ভোটগ্রহণ হলেও এবার প্রেসিডেন্ট নির্বাচনে সবচেয়ে বেশি নজর থাকবে ৮টি রাজ্যে। ফ্লোরিডা, ওহাইও, জর্জিয়া, নর্থ ক্যারোলাইনা, পেনসিলভানিয়ার মতো রাজ্যগুলোয় নির্ধারিত হবে জয়-পরাজয়। ১২৫ ইলেক্টোরাল ভোট থাকা এ ৮ রাজ্যকেই এবার বলা হচ্ছে সুইং স্টেট।

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে সৌভাগ্যের প্রতীক বলা হয় ওহাইও রাজ্যকে। এই রাজ্যে হারলে পুরো নির্বাচনে হার। আর জিতলেই নিশ্চিত হোয়াইট হাউজের টিকিট। এর আগে ১৩টি প্রেসিডেন্ট নির্বাচনে এর ব্যতিক্রম হয়নি। একেকবার একেক দলকে সমর্থন দেয়ায় দোদুল্যমান বা সুইং স্টেট হিসেবে পরিচিত ওহাইও।

ওহাইও ছাড়াও এবার সুইং স্টেট বিবেচনা করা হচ্ছে আরও ৭টি রাজ্যকে। ইলেক্টোরাল ভোটের জটিল সমীকরণে মূল ব্যবধান গড়ে দেবে ফ্লোরিডা, জর্জিয়া, নর্থ ক্যারোলাইনা, পেনসিলভানিয়া, উইসকনসিন, অ্যারিজোনা এবং আইওয়া। স্বাভাবিকভাবেই এ ৮ রাজ্যের ১২৫ ইলেক্টোরাল ভোটের দিকে নজর দুই প্রার্থীর।
জনমত জরিপে অন্য রাজ্যগুলোতে স্পষ্ট ব্যবধান জো বাইডেন ও ডোনাল্ড ট্রাম্পের মধ্যে।
তবে, সুইং স্টেট ৮ রাজ্যে দুজনের মধ্যকার ব্যবধান খুব সামান্য। তাই কাউকে এগিয়ে রাখার ঝুঁকি নিতে চান না বিশ্লেষকরা। জনমত জরিপে বাকি ৪২ রাজ্যে যেকোনো একজন স্পষ্ট ব্যবধানে এগিয়ে থাকলেও এসব রাজ্যে দুই প্রার্থীর মধ্যে রয়েছে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস।

Exit mobile version