অনলাইন ডেস্ক : মাদাগাস্কারের রাজধানী আন্তানানারিভোর একটি স্টেডিয়ামে ভিড়ের মধ্যে পদদলিত অন্তত ১২ জন নিহত হয়েছে বলে প্রধানমন্ত্রী ক্রিশ্চিয়ান নটসে বলেছেন। এ ঘটনায় আরো ৮০ জন আহত হয়েছে। মহামাসিনা স্টেডিয়ামে ভারতীয় মহাসাগর দ্বীপ গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে ক্রীড়া অনুরাগীরা জড়ো হলে এই দুর্ঘটনা ঘটে।

রেড ক্রসের কর্মকর্তা আন্তসা মিরাডো এএফপি বার্তা সংস্থাকে বলেছেন, ‘স্টেডিয়ামের প্রবেশের মুখে অনেক মানুষ ছিল।

স্টেডিয়ামে থাকা প্রেসিডেন্ট অ্যান্ড্রি রাজোয়েলিনা বলেন, এটি একটি দুঃখজনক ঘটনা। এরপর তিনি এক মিনিট নীরবতা পালনের আহ্বান জানান। মহামাসিনা স্টেডিয়াম প্রায় ৪১ হাজার মানুষ ধারণক্ষমতা সম্পূর্ণ। স্টেডিয়ামটি দর্শকে পরিপূর্ণ ছিল বলে জানা গেছে।

সেখানে প্রায় ৫০ হাজার দর্শক উপস্থিত ছিল। তবে ঠিক কী কারণে এই ঘটনা ঘটেছে তা এখনো অজানা।
ফুটেজে দেখে গেছে, বেশ কয়েকজন আহত ব্যক্তি মাটিতে বসে আছেন। অন্যদের ঘটনার পরপরই উদ্ধার করে নেওয়া হয় রাজধানীর একটি হাসপাতালে।

সেখানেই সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রধানমন্ত্রী ক্রিশ্চিয়ান এন্টসে নিহতের সংখ্যা নিশ্চিত করেন। তিনি বলেন, ‘প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি এই ঘটনায় ১২ জন নিহত এবং প্রায় ৮০ জন আহত হয়েছেন।’
১৯৭৭ সালে প্রতিষ্ঠিত ‘ইন্ডিয়ান ওশান আইল্যান্ড গেমস’ অন্যতম জনপ্রিয় একটি ক্রীড়া প্রতিযোগিতা। যা প্রতি চার বছর অন্তর অনুষ্ঠিত হয়। চলবে আগামী ৩ সেপ্টেম্বর পর্যন্ত।

বিগত প্রায় ৪০ বছর ধরে টানা এই ক্রীড়া প্রতিযোগিতাটির আয়োজন করে আসছে মাদাগাস্কার। অংশগ্রহণকারীরা হল দ্বীপ দেশ এবং কমোরোস, মাদাগাস্কার, মরিশাস, সেশেলস, মালদ্বীপ এবং রিইউনিয়ন অঞ্চল।
২০১৮ সালে মাদাগাস্কার-সেনেগাল ফুটবল ম্যাচ শুরুর আগে মহামাসিনা স্টেডিয়ামে ভিড়ের চাপে ১ জন মারা গিয়েছিল এবং প্রায় ৪০ জন আহত হয়েছিল। ২০১৬ সালেও মাদাগাস্কারের জাতীয় দিবস উদযাপনের সময়, একই স্থানে গ্রেনেড বিস্ফোরণে দুজন নিহত এবং প্রায় ৮০ জন আহত হয়েছিল। একটি ফ্রি কনসার্ট চলাকালীন বিস্ফোরণটি ঘটে। এ ছাড়া দুই বছর আগে একই স্টেডিয়ামের বাইরে গ্রেনেড বিস্ফোরণে একজন শিশু নিহত এবং আরো বেশ কয়েকজন আহত হয়েছিল।

সূত্র: বিবিসি