অনলাইন ডেস্ক : কানাডায় গুলিতে নিহত হলেন ভারতে মোস্ট ওয়ান্টেড খলিস্তানি স্বাধীনতাকামী হরদীপ সিং নিজ্জর। সোমবার সুরেতে খলিস্তান টাইগার ফোর্সের প্রধানের উপর গুলিবৃষ্টি হয় হলে খবর।
জানা গিয়েছে, কানাডার ব্রিটিশ-কলম্বিয়ার সুরে শহরে একটি গুরুদ্বারের কাছে তাকে গুলি করে হত্যা করা হয়। কে বা কারা নিজ্জর হত্যায় যুক্ত তা এখনও জানা যায়নি। পাঞ্জাবের ফিল্লাউরে এক হিন্দু পুরোহিতকে হত্যার ষড়যন্ত্র-সহ, শিখ কট্টরপন্থা সম্পর্কিত কমপক্ষে চারটি এনআইএ মামলায় অভিযুক্ত ছিল নিজ্জর। জাতীয় তদন্তকারী সংস্থার তরফে গত জুলাই মাসে তার খোঁজ পেতে ১০ লাখ রুপি নগদ পুরস্কারও ঘোষণা করা হয়।
খলিস্তানিপন্থী সংগঠন খলিস্তান টাইগার ফোর্সের প্রধান নিজ্জর। গুরপতবন্ত সিং পান্নুন পরিচালিত ‘শিখস ফর জাস্টিস’-এর বিচ্ছিন্নতাবাদী এবং ভারত বিরোধী এজেন্ডা প্রচারের দায়েও অভিযুক্ত ছিল সে। ভারতের বিরুদ্ধে সন্ত্রাসবাদী কার্যকলাপে জড়িত ছিল নিজ্জর। কিন্তু ভারত ছাড়ার পরে পান্নুন তাকে কানাডায় বিচ্ছিন্নতাবাদী সংগঠনের প্রতিনিধি নিযুক্ত করে। কয়েকবছর আগেই ‘রেফারেন্ডাম-২০২০ প্রচারাভিযান’-র দায়িত্বও পায় নিজ্জর।
সম্প্রতি গুরু নানক শিখ গুরুদ্বারের দায়িত্বে ছিলেন নিজ্জর। তাকে প্রায়শই ভ্যানকোভারের ভারতীয় দূতাবাসের সামনে বিক্ষোভে সামিল হতে দেখা যায়। কানাডার একাধিক পরিচিত মুখের সঙ্গেও আনাগোনা ছিন তার। সূত্র: টিওআই।