অনলাইন ডেস্ক : ব্রিটেনের সবচেয়ে খারাপ ছেলে হিসেবে চিহ্নিত হয়েছে এক কিশোর। মাত্র ১৬ বছর বয়সেই সে ১৯১ বার গ্রেপ্তার হয়েছে। তবে ব্রিটিশ ট্যাবলয়েড পত্রিকা দ্য সান প্রকাশিত প্রতিবদনে আইন এবং সংবাদমাধ্যমের ‘এথিকস’ অনুযায়ী তার নাম, ঠিকানা এবং ছবি প্রকাশ করেনি।
জানা গেছে, একই কাউন্টির ১৭ বছর বয়সী আরও এক কিশোর এখন পর্যন্ত ১৫১ বার গ্রেপ্তার হয়েছে। আরও দ ‘জন অপ্রাপ্ত বয়স্ক আছে, যারা যথাক্রমে ৮৫ এবং ৬২ বার গ্রেপ্তার হয়েছে! পুলিশ জানিয়েছে, এদের বিরুদ্ধে আগুন লাগানো, চুরি থেকে শুরু করে মাতলামি এবং অবৈধ অস্ত্র রাখার মতো অভিযোগ রয়েছে।
তরুণদের এমন তথ্য শুনে বিস্ময় প্রকাশ করেছেন শিশু বিষয়ক দাতব্যসংস্থা ‘আই ক্যান বি’র কর্মী আনস্তাসিয়া দে ওয়াল। তিনি বলেছেন, ‘এতে বোঝা যায় গ্রেপ্তারই একমাত্র সমাধান নয়। কিন্তু প্রশ্ন হল এতবার গুরুতর অপরাধ করেও কীভাবে তারা ছাড়া পেয়েছে? তাদের কেন পুনর্বাসন কেন্দ্রে পাঠানো হয়নি?