স্বপন কুমার সিকদার
হে মাতৃভূমি, হে মোর বীর জননী
তোমার বিচ্ছেদ ব্যথা গুমরিয়ে উঠে হৃদয়ে।
যখনি একলা থাকি
তোমার পরশ অনুভব করি শূন্য অন্তর মাঝে।
মনে পড়ে তোমাকে
পড়ে মনে ছায়াঘেরা স্নিগ্ধ পরিবেশ।
কখনও তোমার বাতাস
মোর বক্ষে হু হু করে বয়ে যায়, বেদনা দেয়।
ইচ্ছে করে ফিরে যাই
বিশ্রাম নিই তোমার শান্তির নীড়ে
খেলি তোমার প্রিয় রাখালের সাথে।
শেয়ালের হাঁক, ঝিঁঝির ডাক, আম কাঁঠালের মৌ মৌ ঘ্রান
ব্যাঙের প্রেম নিবেদন, মাছ ধরা, কুহু মাতিয়েছে প্রাণ।
সোনালী সকাল, শেফালির হাসি, মাঠে মাঠে ধান, কাশবন
রুদ্ররুপে বর্ষা, কালবৈশাখীর তান্ডব, তা অপার আকর্ষণ।
খুঁজি নিজেকে কখনও সেই গোধূলির রক্তিম রাগে
প্রজাপতির পাখায়, শাপলা তোলা দুপুরে, জোনাকীর ঝাঁকে।
তাই তো তোমার সুখ দুঃখের সাথী হয়ে বাঁচার,
তোমার শান্ত কোলে ঘুমাবার অনন্ত সাধ জাগে।
বিদায় বেলায় মায়ের অশ্রু, বোনের মলিন মুখ
পড়শীর অসহায় ভাব, সবই দেখেছি বিষাদে।
হৃদয়ের কাণে বলা সুরে সুর মিলিয়ে
নিজকে উন্মুক্ত করেছি পৃথিবীর কাছে।
কিন্তু এ চলার শেষ কোথায়?
মায়ের পাশে প্রিয় মাতৃভূমির বুকে?
না অন্য কোথাও,অন্য কোন খানে?