অনলাইন ডেস্ক : একটু নিভৃতে সঙ্গীর সঙ্গে সময় কাটাবেন। ভাবছেন নির্জন পরিসরে কোথায় নৈশভোজের পরিকল্পনা করা যায়? একেবারে মহাকাশেই তো হতে পারে ‘অপার্থিব’ এক ডিনার ডেট! না, কোনও সাইফি গল্পের প্লট নয়। সত্যি সত্যিই এমন সুযোগ রয়েছে। তবে পকেট থেকে খসাতে হবে ভারী অঙ্কের অর্থ। তাহলেই কেল্লা ফতে। ব্যাপারটা কী?
স্পেস ভিআইপি’ নামের এক স্পেস-টুরিজম সংস্থা এই রকমই এক দুর্লভ অভিজ্ঞতার সুযোগ করে দিচ্ছে মহাকাশপ্রেমীদের জন্য। ডেনমার্কের বিখ্যাত রাঁধুনি রাসমুস মাঙ্ক রয়েছেন সেই রান্নার দায়িত্বে। খরচ কেমন? ৪ লাখ ৯৫ হাজার মার্কিন ডলার। বাংলাদেশের মুদ্রায় প্রায় সাড়ে ৫ কোটি টাকা।
পৃথিবীর আবহাওয়ামণ্ডলের ৯৯ শতাংশ পরিবেশেই মহাকাশে বসে নৈশভোজের বন্দোবস্ত করে দিচ্ছে ওই সংস্থা। জানা যাচ্ছে, এই মিশনের জন্য যে টাকা উঠবে তার পুরোটাই স্পেস প্রাইজ ফাউন্ডেশনের কাছে সরাসরি পৌঁছে যাবে। বিজ্ঞান ও প্রযুক্তিতে লিঙ্গসাম্যের দিকটির প্রচারের কাজ করে সংস্থাটি।
এমন এক অসামান্য পরিষেবার ঘোষণা হতেই সাড়া পড়ে গিয়েছে। ২৪ ঘণ্টার মধ্যেই নাকি অনেকে জানিয়েছেন, তারা আগ্রহী। ঠিক কীভাবে যাওয়া যাবে মহাশূন্যে? একটি অত্যাধুনিক প্রযুক্তির বেলুনে করে মহাকাশচারীদের নিয়ে যাওয়া হবে সমুদ্রপৃষ্ঠ থেকে ১ লাখ ফুট উপরে। সেখানেই মিলবে আকর্ষণীয় খাবার। আগামী বছর থেকেই শুরু হবে পরিষেবা। তবে ঠিক কী মেনু থাকবে তা এখনও স্থির হয়নি।