Home আন্তর্জাতিক মস্কো সফরে হামাসের প্রতিনিধি দল

মস্কো সফরে হামাসের প্রতিনিধি দল

অনলাইন ডেস্ক : রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বৃহস্পতিবার এক সাপ্তাহিক ব্রিফিংয়ে জানিয়েছেন, হামাসের একটি প্রতিনিধি দল বর্তমানে মস্কো সফর করছে।

ফিলিস্তিনি প্রতিনিধিদলের একটি সূত্রের বরাত দিয়ে রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা আরআইএ জানিয়েছে, হামাসের জ্যেষ্ঠ সদস্য আবু মারজুক মস্কো সফরকারীদের মধ্যে আছেন।

ইসরায়েল, ইরান, ফিলিস্তিনি কর্তৃপক্ষ এবং হামাসসহ মধ্যপ্রাচ্যের সব গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের সঙ্গে রাশিয়ার সম্পর্ক রয়েছে।

মস্কো বর্তমান সংকটের জন্য বারবার মার্কিন কূটনীতির ব্যর্থতাকে দায়ী করেছে এবং ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি এবং একটি শান্তি নিষ্পত্তির লক্ষ্যে আলোচনা পুনরায় শুরু করার আহ্বান জানিয়েছে।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের জাখারোভা বলেন, ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী আলী বাঘিরি কানিও বর্তমানে মস্কো সফর করছেন এবং রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী মিখাইল গালুজিনের সঙ্গে আলোচনা করেছেন। বাঘিরি কানি ইরানের প্রধান পরমাণু আলোচক।

 

Exit mobile version