অনলাইন ডেস্ক : মন্ট্রিলের সেইন্ট মিশেল এলাকার জন এফ কেনেডি হাইস্কুলে এক ছাত্রের ছুরিকাঘাতে শিক্ষক আহত হয়েছেন। গত বৃহস্পতিবার সকালে স্কুলের একটি শ্রেণীকক্ষে এই ঘটনা ঘটে। আহত শিক্ষককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ডাক্তার ও পুলিশ জানিয়েছে তার অবস্থা এখন ‘শঙ্কামুক্ত’।
মন্ট্রিলের লা ভিলে পুলিশ সার্ভিস (এসপিভিএম) জানিয়েছে, বৃহস্পতিবার স্কুল শুরুর পর সকাল ১০ টার দিকে একটি শ্রেণিকক্ষে এক ছাত্র তার শিক্ষকের উপর ছুরিহাতে ঝাঁপিয়ে পড়ে। এর আগে ওই শিক্ষকের সাথে ছাত্রের কোন একটি বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়েছিল বলে জানা গেছে। ঘটনার পর পরই স্কুল কতৃপক্ষ পুলিশে খবর দিলে পুলিশ এসে পুরো এলাকা ঘিরে ফেলে। এসপিভিএমের মুখপাত্র জেন পিয়ারে ব্রাবেন্ট বলেন, হামলাকারিকে ধরতে পুলিশ কিছু সময়ের জন্য স্কুলের স্টাফ, শিক্ষক ও অন্য ছাত্রদের অবরুদ্ধ করে রাখে। সে সময় পুলিশ অপরাধীকে খুঁজে না পেলেও ঘন্টা খানেকের মধ্যে তাকে স্কুলের কাছ থেকেই আটক করা হয়। জানা গেছে, ১৬ বছর বয়সী তৃতীয় বর্ষের ওই ছাত্রের ‘আচরণগত সমস্যা’র অতীত রেকর্ড রয়েছে, তবে এ ধরণের সহিংসতার ইতিহাস নেই। ঘটনা তদন্তে পুলিশ প্রত্যক্ষদর্শীদের স্বাক্ষ্য নিচ্ছে। মন্ট্রিল ইংলিশ স্কুল বোর্ডের মুখপাত্র মিশেল কোহেন বলেন, তারাও ঘটনা তদন্ত করছেন। একজন প্রত্যাক্ষদর্শী তাদের জানিয়েছেন, ৪০ বছর বয়সী ওই শিক্ষক ক্লাস শুরু করার পর ছাত্রটি শ্রেণিকক্ষে প্রবেশ করে। প্রথমে সে শিক্ষকের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে। তারপর পকেট থেকে ছুরি বের করে শিক্ষকের উপর ঝাঁপিয়ে পড়ে। কয়েকটি আঘাত করেই সে ক্লাসরুম থেকে বের হয়ে যায়। এদিকে এই ঘটনায় আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছেন মন্ট্রিলের মেয়র ভেলরি প্লান্তি। বৃহস্পতিবার সন্ধ্যায় এক বার্তায় তিনি শিক্ষক ও তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলেছেন, ঘটনার সুষ্ঠু তদন্ত চলছে। সব পক্ষের জন্যই ন্যায় বিচার নিশ্চিত করা হবে। এ ধরনের ঘটনা যেন আর না ঘটে সে বিষয়ে সজাগ থাকার জন্য তিনি সবার প্রতি অনুরোধ জানিয়েছেন। সূত্র : রেডিও কানাডা