Home সাহিত্য মনের জানালায়

মনের জানালায়

বকুল ভৌমিক

তুমি যখন আকাশে কাল মেঘের কথা বলতে
আমি ভেবে নিতাম বৃষ্টিতে ভিজতে চাইছ আমার সাথে

তুমি যখন বলতে আমার শরীরটা আজ খুব অসুস্থ
আমি ভেবে নিতাম তুমি চাইছ আমার হাতের স্পর্শ

তুমি যখন বলতে তুমি অন্ধকারকে ভয় পাও
আমি ভেবে নিতাম তুমি আমাকে জরিয়ে ধরতে চাও

তুমি যখন বলতে আজ বাগানে হাসনা হেনা আর বকুলের সুবাস ঘেরা
আমি ভেবে নিতাম তুমি আমার বুকে মাথা নুইয়ে আমার গায়ের গন্ধ পেতে মাতুয়ারা

তুমি যখন বলতে শুস্ক হাওয়ায় তোমার ঠোঁট ফেটে গেছে
আমি ভেবে নিতাম হেমন্তের বিকেলে তুমি চুম্বন আহ্বান করছ আমার কাছে

তুমি যখন বলতে আজ উত্তাল হাওয়া, ঢেউ উঠেছে নদীতে
আমি ভেবে নিতাম তুমি আমাকে আহ্বান করছ নিসিদ্ধ হাওয়ায় নিজেকে জুড়িয়ে নিতে

তুমি যখন বলতে তোমার জীবনটা যেন এলে মেলো ছন্দ বিহীন
আমি ভেবে নিতাম তুমি আমার কাছে শুনতে চাও রক্ত করবীর নন্দিনী আর রঞ্জনের গল্প অথবা নাটোরের বনলতা সেন

আমি জানি এ আমার নির্বোধ মনের ভাবনা শুধুই মিছে
তবুও ভাবি আর নির্লজ্জ অপেক্ষায় থাকি
যদি একদিন আমার ভাবনাগুলো উকি দেয় তোমার মনের জানালায় এসে।
অটোয়া

Exit mobile version