স্পোর্টস ডেস্ক : বর্তমানে ব্যস্ত সূচির মধ্যে ফুটবলারদের অবসর সময় বের করা কঠিন। অবসর সময়ে বেশিরভাগ ফুটবলারই মেতে থাকেন পার্টি নিয়ে। পার্টি করার দৌড়ে সবার থেকে যেন এগিয়ে ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার। সুযোগ পেলেই বন্ধুদের আমন্ত্রণ করে পার্টি করেন তিনি। এবার মধ্যরাতে পার্টি করতে গিয়ে রোষের শিকার হয়েছেন তার প্রতিবেশীদের।
প্যারিসের যেখানে নেইমার থাকেন সেখানকার তার প্রতিবেশীরা ব্রাজিলিয়ান তারকার ওপর ভীষণভাবে ক্ষুব্ধ। সম্প্রতি নিজের ৩১তম জন্মদিন পালন করেন নেইমার। সেই জন্মদিন পালন করতে গিয়ে নেইমার যে পার্টির আয়োজন করে সেটি চলে পুরোরাত।
নেইমারের এমন কাণ্ডে ব্যাপক বিরক্ত তারকা এই ফুটবলারের প্রতিবেশীরা। ব্রাজিলের তারকা এই ফুটবলার অপরকে সম্মান করতে জানে না বলেও মন্তব্য করেন অনেকে।
রাতভর পার্টি করার জন্য নেইমারকে জরিমানা করেও লাভ নেই বলে মন্তব্য কয়েকজন প্রতিবেশীর। নিয়মানুযায়ী, অন্যকে বিরক্ত করার জন্য সর্বোচ্চ ১৩৫ ইউরো বা ১৫ হাজার টাকা জরিমানা করা হয়ে থাকে। যা নেইমারের মতো ফুটবলারের জন্য পরিশোধ করা হাতের ময়লার সমান। সূত্র: গোল ডটকম