অনলাইন ডেস্ক : তুরস্কে একটি হোটেলে ভয়াবহ আগুন লেগে অন্তত ৬৬ জন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরও ৫০ জনের বেশি মানুষ। খবর রয়টার্সের।

সোমবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উত্তর-পশ্চিম তুরস্কের কার্তালকায়া স্কি রিসোর্টে এই আগুনের সূত্রপাত হয়। কর্তৃপক্ষের মতে, ১১ তলা বিশিষ্ট গ্র্যান্ড কার্তাল হোটেল রেস্টুরেন্ট ফ্লোরে অগ্নিকাণ্ড শুরু হয়। এরপর তা দ্রুত ছড়িয়ে পড়ে।

তুর্কি স্বাস্থ্যমন্ত্রী কেমাল মেমিসওগ্লু জানিয়েছেন, এই ঘটনায় ৫১ জন আহত হয়েছেন। আতঙ্কিত অতিথিরা রাতের অন্ধকারে জানালা দিয়ে লাফিয়ে পড়তে বাধ্য হয়েছেন।

অগ্নিকাণ্ডে পোড়া ভবনটি ঘিরে বেশ কয়েকটি দমকল বাহিনীর ইউনিট অবস্থান নেয়। উপরের তলার একটি জানালা থেকে অতিথিরা পালানোর চেষ্টা করার সময় সাদা বিছানার চাদর একসাথে বেঁধে ঝুলিয়ে রাখা অবস্থায় দেখা যায়।

প্রসঙ্গত, বোলু প্রদেশের কার্তালকায়া হচ্ছে তুরস্কের প্রধান শীতকালীন পর্যটন গন্তব্যগুলোর মধ্যে একটি। স্কি মৌসুমে হাজার হাজার পর্যটক সেখানে ভ্রমণে যান। রিসোর্টটি ইস্তাম্বুল থেকে প্রায় ২৯৫ কিলোমিটার (১৮৩ মাইল) পূর্বে অবস্থিত।