অনলাইন ডেস্ক : করোনাভাইরাসের দ্বিতীয় টিকা হিসেবে মডার্নার তৈরি টিকা অনুমোদন দিল যুক্তরাষ্ট্র। ফলে শিগগিরই বিপুল সংখ্যক ডোজ সরবরাহ করবে মডার্না। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

জানা গেছে, মার্কিন নিয়ন্ত্রক সংস্থা খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ) এ অনুমোদন দিয়েছে। সম্প্রতি ফাইজার/বায়োএনটেকের তৈরি টিকা অনুমোদন দেয় এফডিএ। সেই টিকা এখন যুক্তরাষ্ট্রের মানুষদের দেওয়া হচ্ছে। মডার্নার কাছ থেকে ২০ কোটি ডোজ টিকা কিনে নেওয়ার ব্যাপারে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র। তার মধ্যে সম্ভবত ৬০ লাখ ডোজ প্রস্তুত রয়েছে।

এদিকে সারাবিশ্বের মধ্যে যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে। মৃত্যু, সেরে ওঠা, বর্তমান আক্রান্ত এবং গুরুতর রোগীর সংখ্যার দিক থেকেও দেশটি সবার উপরে রয়েছে। যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা এক কোটি ৭৮ লাখ ৮৮ হাজার তিনশ ৫৩ জন এবং মারা গেছে তিন লাখ ২০ হাজার আটশ ৪৫ জন। সূত্র: বিবিসি।