Home আন্তর্জাতিক ভয়াবহ বন্যায় পাকিস্তানে উদ্ধার লক্ষাধিক, নিহত ১৭৫

ভয়াবহ বন্যায় পাকিস্তানে উদ্ধার লক্ষাধিক, নিহত ১৭৫

অনলাইন ডেস্ক : ভয়াবহ বন্যায় পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের বেশিরভাগ এলাকা পানিতে তলিয়ে গেছে। প্রদেশটির পূর্বাঞ্চল থেকে লক্ষাধিক মানুষকে সরিয়ে নেয়া হয়েছে। গত জুন থেকে এখন পর্যন্ত বন্যায় নিহত হয়েছে ১৭৫ জন। বুধবার পাকিস্তানের কর্মকর্তারা এমন তথ্য জানিয়েছেন।

পাকিস্তানি সংবাদমাধ্যম ডনের খবরে বলা হয়েছে, উদ্ধারকারীরা গত তিন সপ্তাহে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের পূর্বাঞ্চলের বন্যা কবলিত এলাকা থেকে এক লাখের বেশি মানুষকে সরিয়ে নিয়েছে।

খবরে বলা হয়েছে, গত সপ্তাহে সাতলজ নদী উপচে পড়া শুরু করে। তখন বেশ কয়েকটি জেলা প্লাবিত হয় তখন উদ্ধার তৎপরতা বৃদ্ধি করা হয়। অধিকাংশ উদ্ধার কাজের খবর পাঞ্জাব প্রদেশের বাহাওয়ালপুর এবং কাসুর জেলা থেকে পাওয়া গেছে।

প্রতিবেশী বাঁধের পানি ভারত থেকে পাকিস্তানে প্রবাহিত রাভি নদীতে সরিয়ে নেয়ার পর জুলাই মাসে ছোট আকারে উদ্ধার কাজ শুরু হয়।
পরে বৃষ্টিতেও সাতলেজ নদী প্লাবিত হয়। এর ফলে কর্তৃপক্ষ এর আশেপাশের বাসিন্দাদের সরিয়ে নেয়।

জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা বলেছে, রাভি নদীর পানির স্তর বর্তমানে স্বাভাবিক তবে এই সপ্তাহে সাতলেজ নদীতে পানির স্তর আরও বৃদ্ধি পাবে।

পাঞ্জাবে জরুরি পরিষেবা বিভাগের মুখপাত্র ফারুক আহমেদ জানিয়েছেন, উদ্ধারকারী নৌকা গ্রামে গ্রামে গিয়ে মানুষকে উদ্ধার করছে। এখনো পর্যন্ত এক লাখের বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে।

পাকিস্তানের প্রধান আবহাওয়াবিদ মুহাম্মদ আসলাম বলেছেন, গত ৩৫ বছরে নদীর পানির স্তর এতটা বাড়েনি।

পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মহসিন নাকভি বলেন, ভারতের পাঞ্জাবে বাঁধ থেকে শতদ্রু নদীতে পানি ছাড়া হয়েছে। তার ফলে এই বন্যা হয়েছে।

গত জুন মাস থেকে শুরু হওয়া বন্যায় এখনো পর্যন্ত ১৭৫ জনের বেশি মানুষ মারা গেছেন বলে বিপর্যয় মোকাবিলা সংস্থা জানিয়েছে।

গত গ্রীষ্মে ব্যাপক বন্যার কারণে যে ক্ষয়ক্ষতি হয়েছিল তা কাটিয়ে ওঠার জন্য পাকিস্তান এখনো সংগ্রাম করছে। ওই বন্যায় ৩ কোটি ৩০ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং ১,৭৩৯ জন মানুষ প্রাণ হারিয়েছিল। গত গ্রীষ্মের বন্যা দেশটির অর্থনীতিতে ৩ হাজার ডলারের ক্ষতি করেছে।

Exit mobile version