Home আন্তর্জাতিক ভূমিকম্পে মৃত্যুকূপ মরক্কো, নিহত ২৯৬

ভূমিকম্পে মৃত্যুকূপ মরক্কো, নিহত ২৯৬

অনলাইন ডেস্ক : মরক্কোর মধ্যাঞ্চলে ৬ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, এতে কমপক্ষে ২৯৬ জন নিহত এবং বহু আহতের আশঙ্কা করা হচ্ছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আহত হয়েছে ১৫৩ জন।

স্থানীয় সময় শুক্রবার (৮ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।

ইউএস জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্র ছিল মারাকেশের ৭১ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং ১৮.৫ কিলোমিটার গভীরে। ভূমিকম্পটি স্থানীয় সময় ১১টা ১১ মিনিটে আঘাত হানে।
মারাকেশের পুরানো শহরের কিছু ভবন ধসে পড়েছে, এক বাসিন্দা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন। এটিকে “হিংসাত্মক কম্পন” বলে বর্ণনা দিয়েছেন স্থানীয়রা।

এতে ১০ মিনিট ধরে বিদ্যুৎ ও ফোন লাইন বন্ধ ছিল বলে জানিয়েছেন তারা।
এএফপি জানিয়েছে, একটি পরিবার একটি বাড়ির ধসে পড়া ধ্বংসস্তূপে আটকা পড়েছে। শহরের বেশ কয়েকজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। দেশটির কর্মকর্তাদের কাছ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

সূত্র: রয়টার্স

Exit mobile version