অনলাইনস ডেস্ক : মাঝারি থেকে প্রবল ধরনের ভূমিকম্পে কেঁপে উঠেছে রাজধানী ঢাকা, বন্দরনগরী চট্টগ্রামসহ সারা দেশ। ভোর পৌনে ৬টায় এ ভূমিকম্প সংঘটিত হয়। কয়েক সেকেন্ড ধরে স্থায়ী এ ভূমিকম্প চলাকালীন ঘরবাড়ি এবং আসবাবপত্র, দরজা জানালা শব্দ সহকারে কেঁপে উঠে। পুকুর জলাশয়ে প্রবল ঢেউ ওঠে।
তখন অনেকেই আতঙ্কিত হয়ে বাড়িঘরের বাইরে খোলা জায়গায়, আঙিনায় কিংবা বারান্দায় বেরিয়ে আসেন। ধর্মপ্রাণ মানুষ আল্লাহর রহমত কামনায় জোরে জোরে দোয়া, দরূদ পাঠ করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত জনমনে আতঙ্ক কাটেনি।
এই ভূমিকম্পের মাত্রা ও উৎপত্তিস্থল (ইপি সেন্টার) সম্পর্কে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক পর্যবেক্ষণ সংস্থা ইউএসিজিএস জানায়, বাংলাদেশ সময় ভোর ৫টা ৪৫ মিনিট ৪১ সেকেন্ডে এ ভূমিকম্প হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৮ পয়েন্ট।
এই ভূমিকম্পের উৎপত্তিস্থল মিয়ানমারের হাখা থেকে ২০ কিলোমিটার উত্তর-পশ্চিমে। ভূপৃষ্ঠের ৪২ কিলোমিটার গভীরে এ ভূকম্পনের সৃষ্টি হয়।
সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত দেশের কোথাও ভূমিকম্পের কারণে ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
এই ভূমিকম্পে বাংলাদেশ ছাড়াও প্রতিবেশী দেশ ভারত, মিয়ানমারের বিভিন্ন অঞ্চলও কেঁপে ওঠে।