স্পোর্টস ডেস্ক : গত মৌসুমে রিয়াল মাদ্রিদের চ্যাম্পিয়ন্স লিগ ও লা লিগা জয়ের পথে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন ভিনিসিয়ুস জুনিয়র। দুর্দান্ত পারফর্ম্যান্স করার পুরস্কার স্বরূপ ব্রাজিলিয়ান এই তারকাই এবার ব্যালন ডি’অর পাবেন এমনটাই ধারণা করা হয়েছিল। তবে শেষ মুহূর্তে পাল্টে যায় সবকিছু। সবাইকে অবাক করে দিয়ে এ পুরস্কার জিতে নেন ম্যানচেস্টার সিটি ও স্পেনের মিডফিল্ডার রদ্রি।

স্পেনের হয়ে ইউরো জয় রদ্রির ব্যালন ডি’অর জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলেই ধারণা করছেন সবাই। এদিকে শেষ পর্যন্ত ভিনি ব্যালন ডি’অর না পাওয়ায় ক্ষুব্ধ হয়েছিলেন অনেকেই। রিয়ালের কেউ তো অনুষ্ঠানেই যোগ দেননি।

ভিনির বদলে রদ্রির ব্যালন ডি’অর পাওয়া নিয়ে আলোচনা-সমালোচনা হয়েছে অনেক। এতদিন পর এসে সেই তালিকায় যোগ হয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদোও। পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী এই তারকা বলেন, ‘আমার মতে, সে-ই (ভিনিসিয়ুস) ছিল গোল্ডেন বল (ব্যালন ডি’অর) জয়ের যোগ্য। এখানে সবার সামনে বলছি, অন্যায় করা হয়েছে। তারা এটা রদ্রিকে দিয়েছে, সে-ও জয়ের যোগ্য, কিন্তু এটা ভিনিসিয়ুসকে দেওয়া উচিত ছিল। কারণ, সে চ্যাম্পিয়নস লিগ জিতেছে ও ফাইনালে গোল করেছে।’

ফ্রান্স ফুটবলের সমালোচনা করে রোনালদো বলেন, ‘এই অনুষ্ঠানগুলো এমনই। তারা সব সময় এই কাজই করে।’ রোনালদো এমন কথাগুলো বলেছেন গ্লোব সকার অ্যাওয়ার্ডসে অংশ নিয়ে। গ্লোবের প্রশংসা করে রোনালদো বলেন, ‘এ কারণেই আমি গ্লোব সকার অ্যাওয়ার্ডসকে ভালোবাসি। তারা সৎ।’

রোনালদো এদিন কথা বলেছেন নিজের অবসর জীবন নিয়েও। ফুটবল খেলাকে বিদায় জানানোর পর কোচ হবেন কি না এমন প্রশ্নের উত্তরে পর্তুগীজ মহাতারকা বলেন, ‘কখনোই কোচ হব না। সভাপতি? না। হয়তো ক্লাবের মালিক হব।’