বিনোদন ডেস্ক : ভালোবাসা দিবসে আবারও শিরোনামে বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ। জেল থেকে ফের একটি চিঠি লিখেছেন তার বহু চর্চিত প্রেমিক সুকেশ চন্দ্রশেখর। সেই সঙ্গে অভিনেত্রীকে বিশেষ উপহার পাঠিয়েছেন, যেট নিয়েও আলোচনা শুরু হয়েছে।
হিন্দুস্তান টাইমস থেকে জানা যায়, সুকেশ লিখেছেন, প্রথমেই, তোমাকে ভালোবাসা দিবসের অনেক শুভেচ্ছা। এই বছরটি আমাদের জীবনে নতুন সূচনা নিয়ে এসেছে। এবং এই ভালোবাসা দিবসও আমাদের জন্য খুবই বিশেষ। কারণ, এটি আমাদের জীবনের বাকি ভালোবাসার দিনগুলোকে একসঙ্গে কাটানোর একটি পদক্ষেপ বলা চলে।
এই চিঠিতে সুকেশ উল্লেখ করেছেন, ‘প্রিয়তমা, কিছু বলার আগে আমি একটু সময় নিয়ে বলতে চাই। জ্যাকি, আমি তোমাকে সত্যিই খুব ভালোবাসি। তুমি পৃথিবীর সেরা ভ্যালেন্টাইন। আমি তোমাকে পাগলের মতো ভালোবাসি।’ এখানেই থামেননি সুকেশ। এই বিশেষ দিনটি উপলক্ষে জ্যাকলিনকে একটি প্রাইভেট জেট উপহার দিচ্ছেন বলেও জানিয়েছেন। আর সেটা গাল্ফস্ট্রিম উড়োজাহাজ।
সুকেশের কথায়, অভিনেত্রীর নামের প্রথম অক্ষরগুলো লেখা আছে সেই গাল্ফস্ট্রিম উড়োজাহাজের গায়ে। এমনকি উড়োজাহাজে নম্বরটিও জ্যাকলিনের জন্ম তারিখ।
সুকেশের কথায়, অভিনেত্রীর নামের প্রথম অক্ষরগুলো লেখা আছে সেই গাল্ফস্ট্রিম উড়োজাহাজের গায়ে। এমনকি উড়োজাহাজে নম্বরটিও জ্যাকলিনের জন্ম তারিখ।
তার কথায়, অভিনেত্রীর নামের প্রথম অক্ষরগুলো লেখা আছে সেই গাল্ফস্ট্রিম উড়োজাহাজের গায়ে। এমনকি উড়োজাহাজে নম্বরটিও জ্যাকলিনের জন্ম তারিখ। সুকেশ লিখেছেন, তুমি সারা বিশ্ব ঘুরে বেড়াও কাজের জন্য। এবার থেকে এই উড়োজাহাজে করে ঘুরবে। তোমার যাতায়াতে খুব সুবিধা হবে। কেউ তোমাকে প্রশ্নও করতে পারবে না। তার কারণ, আমি এই বছরের আয়কর ফেরত দেয়ার নথিতে এই উড়োজাহাজের কথা উল্লেখ করেছি। ভালোবাসা দিবসে সুকেশ চিঠিতে আরও জানিয়েছনে, তিনি জ্যাকুলিনকে সারা জীবনের জন্য তার সঙ্গী হিসেবে পেতে চেয়েছেন। কোনও কিছুর বিনিময়ে তাকে হারাতে চান না সুকেশ।
প্রসঙ্গত, সুকেশ চন্দ্রশেখর বর্তমানে প্রায় ২০০ কোটি রুপি জালিয়াতি মামলায় দীর্ঘদিন ধরে জেল হেফাজতে রয়েছেন। যদিও অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজ বরাবরই সুকেশের সঙ্গে প্রেমের সম্পর্ক অস্বীকার করে আসছেন, তবুও বিশেষ বিশেষ দিনে বা উৎসবে সুকেশ জেল থেকে তাঁর উদ্দেশে প্রেমপত্র পাঠিয়ে থাকেন।