Home আন্তর্জাতিক ভারী বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল, নিহতের সংখ্যা বেড়ে ৩৩

ভারী বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল, নিহতের সংখ্যা বেড়ে ৩৩

অনলাইন ডেস্ক : ভারতের হিমাচল প্রদেশে ভারী বৃষ্টির ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৩৩ জনে দাঁড়িয়েছে। স্থানীয় মুখ্যমন্ত্রী সুখভেন্দর সিং সুখু জানিয়েছেন, এখনো সেখানে চলছে উদ্ধার কাজ ও ত্রাণ সহায়তা কার্যক্রম।

লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। ভারতীয় সংস্থা পিটিআই জানিয়েছে, বর্ষার তাণ্ডবে গত দু’দিনে হিমাচলে ৩৩ জনের মৃত্যু হয়েছে। গতরাতে সোলান জেলায় বৃষ্টিতে সাত জনের মৃত্যু হয়েছে। অন্য দিকে, শিমলা শহরের একটি শিবমন্দিরে ধসে এখনও পর্যন্ত নয় জনের মৃত্যু হয়েছে। আশঙ্কা করা হচ্ছে, ভেঙে পড়া কংক্রিটের চাঁইয়ের নীচে এখনও চাপা রয়েছেন ১৫-২০ জন পুণ্যার্থী। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করছে প্রশাসন।

মান্ডি জেলার সম্বল গ্রামে হড়কা বানে ভেসে গিয়েও সোমবারও রাজ্যটিতে সাত জনের মৃত্যু হয়েছে।

মুখ্যমন্ত্রী সুখু হিমাচলের সাধারণ জনগণকে বাড়ির ভিতরে থাকার এবং নদীর ধারে না যাওয়ার আবেদন করেছেন। সেই সাথে জনগণকে ভূমিধসপ্রবণ এলাকাগুলো এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন।

Exit mobile version