Home কানাডা খবর ভারত-কানাডা বাণিজ্য মিশন স্থগিতের ঘোষণা, সম্পর্কে ফাটল

ভারত-কানাডা বাণিজ্য মিশন স্থগিতের ঘোষণা, সম্পর্কে ফাটল

অনলাইন ডেস্ক : কানাডা ও ভারতের মধ্যে সম্পর্কে টানাপোড়েন চলছে। এরই মধ্যে কানাডা ভারতে অক্টোবরে বাণিজ্য মিশন স্থগিতের ঘোষণা দিয়েছে। কানাডার বাণিজ্যমন্ত্রী মেরি এনজির এক মুখপাত্রের বরাত দিয়ে আল-জাজিরা এ তথ্য জানিয়েছে।

শুক্রবার মুখপাত্র শান্তি কসেন্টিনো বলেছেন, ‘এবার আমরা ভারতে আসন্ন বাণিজ্য মিশন স্থগিত করছি।’ তবে এ সিদ্ধান্তের পেছনে কোন কারণ উল্লেখ করেননি তিনি।

চলতি বছরের মে মাসে মেরি এনজি এবং ভারতীয় সমকক্ষ পীযূষ গোয়াল একটি যৌথ বিবৃতিতে জানিয়েছিলেন, তারা বছরের শেষ নাগাদ দুই দেশের মধ্যে বাণিজ্য এবং বিনিয়োগ বাড়াতে আশাবাদী।

কিন্তু তাদের সিদ্ধান্ত বেশ কিছু সমস্যায় পড়েছে। সর্বশেষ গত সপ্তাহে নয়াদিল্লিতে অনুষ্ঠিত জি-২০ সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করতে অসম্মতি জানান। বিষয়টি কানাডার প্রতি ভারতের অবজ্ঞা বলেই বিবেচনা করেছেন অনেকে।

Exit mobile version