Home আন্তর্জাতিক ভারতে দিনে-দুপুরে ২৫ কোটি রুপির স্বর্ণালঙ্কার-নগদ অর্থ লুট

ভারতে দিনে-দুপুরে ২৫ কোটি রুপির স্বর্ণালঙ্কার-নগদ অর্থ লুট

অনলাইন ডেস্ক : ভারতের বিখ্যাত জুয়েলারি চেইন তানিষ্কের একটি শো-রুম থেকে সম্পূর্ণ দিনের আলোয় ২৫ কোটি টাকার স্বর্ণালঙ্কার লুট করেছে দুর্বৃত্তরা। শোরুমটি ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য বিহারের ভোজপুর জেলার আরাহ এলাকায় অবস্থিত।

স্বর্ণালঙ্কারের পাশাপাশি নগদ অর্থও লুট করেছে দুর্বৃত্তরা। তবে সেই অর্থের পরিমাণ জানায়নি শো-রুম কর্তৃপক্ষ।

প্রত্যক্ষদর্শী ও পুলিশের বরাতে জানা গেছে, সোমবার স্থানীয় সময় সকাল সাড়ে দশটার দিকে কালো কাপড়ে মাথা-নাক-মুখ ঢাকা ৫-৬ জন ব্যক্তি শো-রুমে প্রবেশ করে এবং অস্ত্রের মুখে শো-রুমের নিরাপত্তাকর্মীদের জিম্মি করে লুণ্ঠন শুরু করে।

ঘটনার অন্যতম ভিক্টিম ওই শো-রুমের নিরাপত্তাকর্মী মনোজ কুমার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি অনলাইনকে বলেন, “ওই ছয়জন একটি গাড়িতে চেপে শো-রুমের বাইরে এসে থামে এবং (শো-রুমে) প্রবেশ করতে চায়। আমাদের নিয়ম হলো আমরা চারজনের বেশি কোনো গ্রুপকে এক সঙ্গে প্রবেশ করতে দিই না। সেই অনুযায়ী আমি তাদের বাধা দিতে গেলে একজন আমার মাথায় পিস্তল ঠেকিয়ে আমার সাথে থাকা বন্দুক কেড়ে নেয়, মারধোরও করে। তারপর তারা লুটপাট শুরু করে।”

নিরাপত্তা কর্মীর পাশাপাশি ডাকাতরা একজন বিক্রয়কর্মীকেও মারধোর করেছে বলে জানা গেছে।

তানিষ্কের একজন কর্মকর্তা বলেন, “এটা ছিল আমাদের জন্য বিশাল এক ধাক্কা। আমরা ইতোমধ্যে পুলিশকে প্রয়োজনীয় সব তথ্য দিয়েছি।”

এদিকে লুণ্ঠনের কিছু সময় পরেই অপরাধীদের ধরতে অভিযান শুরু করেছে পুলিশ। ইতোমধ্যে ৬ সন্দেহভাজনকে গ্রেপ্তারও করা হয়েছে।

গ্রেপ্তার করার সময় পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়েছিল সন্দেহভাজনরা। জবাবে পুলিশও গুলি করে। এতে দ’জন গুলিবিদ্ধ হয়। এই দু’জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, বাকি ৪ জনকে হেফাজতে নিয়েছে ভোজপুর পুলিশ।

সূত্র : এনডিটিভি অনলাইন,এএফপি

Exit mobile version