Home আন্তর্জাতিক ভারতে এবার প্রাচীন এক মসজিদ ভেঙে দিলো উত্তর প্রদেশ সরকার

ভারতে এবার প্রাচীন এক মসজিদ ভেঙে দিলো উত্তর প্রদেশ সরকার

অনলাইন ডেস্ক : এবার ১৬৮ বছরের পুরনো এক মসজিদ ভেঙে দেওয়া হয়েছে ভারতের উত্তর প্রদেশে। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) মসজিদটি ভাঙার আগে স্থানীয়দের ব্যাপক বাধার সম্মুখীন হয় যোগী আদিত্য নাথের প্রশাসন। ব্যাপক পুলিশ ও নিরাপত্তা বাহিনীর উপস্থিতিতে উত্তর প্রদেশে র্যাপিড রেল ট্রানজিট নেটওয়ার্কের অজুহাতে মিরাট শহরের দিল্লি রোডে অবস্থিত ওই মসজিদটি গুড়িয়ে দেওয়া হয়।

সরকারের পক্ষ থেকে দাবি করা হয়, মুসলিম সম্প্রদায়ের সম্মতিতে রেল নেটওয়ার্ক সম্প্রসারণের জন্য মসজিদটি ভাঙার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মসজিদের এক প্রতিনিধি হাজি সালেহিন জানান, ‘আমরা নিজেরাই মসজিদটি সরিয়ে দিয়েছি, তবে আমাদের কাছে ১৮৫৭ সালের নথি রয়েছে যা এই মসজিদের ঐতিহাসিকতা প্রমাণ করে।

সালেহিন জানান, এ বিষয়ে প্রশাসনের সঙ্গে ২০ ফেব্রুয়ারি আমাদের সঙ্গে আলোচনা হয়েছিল কিন্তু অতি প্রাচীন ও ঐতিহাসিক হওয়ায় আমরা এতে পুরোপুরি সম্মত ছিলাম না। কোনো উপায় না দেখে যোগীর অব্যাহত চাপে অবশেষে নতুন জায়গায় মসজিদ বানিয়ে দেওয়ার শর্তে পরবর্তীতে আমরা সরকারের সিদ্ধান্ত মেনে নিতে বাধ্য হই।

Exit mobile version