স্পোর্টস ডেস্ক : অবশেষে স্বপ্নের সোনার পদক পেল ভারত। টোকিও অলিম্পিক গেমসে বেজে উঠল রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সেই জাতীয় সঙ্গীত-ভারত-ভাগ্য-বিধাতা। ১০০ বছর আগে অ্যাথলেটিক্সে পদক জিতেছিল ভারত। সেই অপেক্ষা শনিবার ঘোচালেন নীরজ চোপড়া। এক সেনা অফিসার উড়ালেন ভারতের পতাকা!
টোকিও অলিম্পিকে জ্যাভেলিন থ্রোয়ে সোনার পদক জিতলেন নীরজ। এই প্রথমবার তিনি অলিম্পিকে অংশ নিয়েই বাজিমাত করলেন। শুটার অভিনব বিন্দ্রার পর ভারতের দ্বিতীয় ব্যক্তিগত অলিম্পিক সোনার মালিক হয়েছেন এ জ্যাভেলিন থ্রোয়ার।
১৯২০ বেলজিয়াম অলিম্পিকে শেষবার অ্যাথলেটিকে পদক জিতেছিলেন ভারতীয় অ্যাথলিটরা। এরপর দীর্ঘ ১০০ বছরের অপেক্ষা। এবার নীরজের হাত ধরে ট্র্যাক অ্যান্ড ফিল্ড থেকে সোনার পদক পেল ভারত।
২৩ বছর বয়সী নীরজ অলিম্পিক ইতিহাসে প্রথম ভারতীয় হিসেবে ট্র্যাক অ্যান্ড ফিল্ডে সোনা জিতলেন। শনিবার ফাইনালে দ্বিতীয় প্রচেষ্টায় ৮৭.৫৮ মিটার ছুড়ে পদক পেলেন তিনি।
সব মিলিয়ে অলিম্পিকে ১০টি সোনা ভারতের। এর মধ্যে আটটি ছিল হকিতে। ব্যক্তিগত বিভাগে মাত্র একটি সোনা ২০০৮ বেজিং অলিম্পিক্সে শুটিংয়ে জেতেন অভিনব বিন্দ্রা। দ্বিতীয় ভারতীয় ক্রীড়াবিদ হিসেবে ব্যক্তিগত ইভেন্টে সোনা জিতলেন নীরজ।
শনিবার জ্যাভলিনে নীরজ প্রথম প্রচেষ্টায় ৮৭.০৩ মিটার ছুড়েন। দ্বিতীয় প্রচেষ্টায় দূরত্ব বাড়িয়ে নেন আরও। এবার ৮৭.৫৮ মিটার। এই সাফল্যে ধরা দিল সোনার পদক!
সোনার পদক জিতে অভিনন্দনে ভাসছেন নীরজ। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাষ্ট্রপতি রামনাখ কোবিন্দসহ অনেকেই জানাচ্ছেন শুভেচ্ছা। প্রধানমন্ত্রী নিজের টুইটে লিখলেন, ‘অবশেষে টোকিওতে ইতিহাস রচিত হল। নীরজ চোপড়া আজ যে কৃতিত্বটা অর্জন করল তা চিরস্মরণীয় হয়ে থাকবে। নীরজ সত্যিই অসাধারণ পারফর্ম করল। এই পারফরম্যান্সের মধ্যে দিয়ে ও দুর্দান্ত আবেগ এবং চারিত্রিক দৃঢ়তার পরিচয় দিয়েছে। সোনা জেতার জন্য অনেক অনেক অভিনন্দন তোমায়।’